ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে যান চলাচল শুরু

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ জুন ২০১৭

চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হলোÑ আখতারুজ্জামান ফ্লাইওভারের একপাশ। রোজার শেষ এবং ঈদে যানজট কমাতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের অনুরোধে শুক্রবার বিকেলে ফ্লাইওভারটির চার লেনের মধ্যে দুটি লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। ঈদের পর সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চউক সূত্রে জানা যায়, নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যরে আখতারুজ্জামান ফ্লাইওভার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে ফাইনাল টাচ। এ ফ্লাইওভারে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭শ’ কোটি টাকা। ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটি চারলেন বিশিষ্ট। কাজ পুরোপুরি শেষ হওয়ার পরই এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ থেকে ঈদের আগেই এর এক পাশের দুটি লেন খুলে দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সে অনুযায়ী শুক্রবার বিকেল ৩টার দিকে মুরাদপুর থেকে লালখান বাজার আসার বাম পাশের দুটি লেন উন্মুক্ত করে দেয়া হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে এটি চালু করার বিষয়টি অনিশ্চিত ছিল। বৃহস্পতিবার চউকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বৃষ্টির কারণে সামান্য কাজ অসম্পন্ন থাকায় আপাতত খুলছে না। ঈদ বাজারকে কেন্দ্র করে তীব্র যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে শুক্রবারেই তা যান চলাচলের জন্য খুলে দেয়া হলো। ঢাবি সিনেটের বার্ষিক অধিবেশন আজ বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সালের বার্ষিক অধিবেশন আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩-এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বার্ষিক সভা আহ্বান করেছেন। অধিবেশনে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
×