ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে বাস উল্টে দুজন নিহত, এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জুন ২০১৭

রাজধানীতে বাস উল্টে দুজন নিহত, এক ব্যক্তির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সাদ্দাম মার্কেটের সামনে যাত্রীবাহী একুশে পরিবহন উল্টে শিশুসহ দু’জন নিহত হয়েছে। এ সময় প্রায় ১২ যাত্রী আহত হয়েছে। এদিকে লালবাগে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সাদ্দাম মার্কেটের সামনে যাত্রীবাহী একুশে পরিবহন উল্টে শিশুসহ দু’জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মাইনুল ইসলাম প্রান্ত (১৮) ও পপি (১০) রয়েছে। নিহত মাইনুল মোহম্মদপুরের একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। এ সময় প্রায় ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সীমান্ত ঘোষাল (১৭), মাসুদ (৪৮), রাজীব (৩২) ও রিপন (৩৫) নামে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) রাহাত খান জানান, শুক্রবার সকালে রাজধানীর জিগাতলা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী যাত্রীবাহী একুশে পরিবহনের একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে একটি সিএনজিকে ওভারটেক করার সময় গাছের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এতে বাসের ভেতর থেকে কলেজ ছাত্র মনিরুল ইসলাম ও পপি নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেন। এ সময় আহত প্রায় ১২ জন যাত্রী। এদের মধ্যে চারজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার আলী আকবর জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে উল্টে যাওয়া একুশে পরিবহন বাসটি সরিয়ে নেয়া হলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। আত্মহত্যা রাজধানীর লালবাগে জনি খান (২৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত জনির লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে বসবাস করত। শুক্রবার সকাল ১১টার দিকে শহীদ নগর নিজ বেডরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্বশুর মোহাম্মদ ইউসুফ জানান, জনি বিয়ে বাড়ির ভিডিও এডিটিংয়ের কাজ করত। তিনি জানান, ৬ বছর আগে মেয়ে সাফিয়ার সঙ্গে জনির বিয়ে হয়। তাদের চার বছরের জুঁই নামে এক কন্যা সন্তান রয়েছে। ইউসুফ জানান, গত কয়েক মাস আগে জনির সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক হয়। তাকে বিয়ে করার জন্য গত এক-দেড় মাস ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আসছিল জনি। বিভিন্ন সময় সে স্ত্রীকে মারধর করত। তিনি জানান, আজকে (শুক্রবার) সকালে সে স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। পরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তার রুমের দরজা ভেঙ্গে জনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×