ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবৈধ অভিবাসী পরিবার ॥ ওবামা-নীতি বাতিল হচ্ছে

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ জুন ২০১৭

অবৈধ অভিবাসী পরিবার ॥ ওবামা-নীতি বাতিল হচ্ছে

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সন্তানদের কয়েক লাখ অবৈধ অভিবাসী মা-বাবাকে এ দেশে অবস্থানের জন্য গৃহীত ওবামা প্রশাসনের নীতি বাতিল করা হচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার ঘোষণা করেছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্রে তথাকথিত স্বপ্নচারী সন্তানদের পরিবারগুলোকে সহযোগিতার লক্ষ্যে এবং বহিষ্কার হওয়ার হুমকি থেকে মুক্ত রাখার লক্ষ্যে ডিফার্ড এ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকানস (ডিএপিএ) ও আইনগত পারমানেন্ট রেসিডেন্টসয়ের জন্য ২০১৪ নীতি গৃহীত হয়। এ নীতির বিরুদ্ধে টেক্সাসে এক ফেডারেল আদালতে ২৬টি স্টেট সফল মামলার পর তা আর কার্যকর করা যায়নি। যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্ট গত বছর চার-চার ভোটের ক্ষমতার পর নিম্ন আদালতের রুলিংয়ের প্রতি সমর্থন জানায়। তদানীন্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের একটি মেমোতে গৃহীত ওই নীতি সম্পর্কে বলা হয়। বৈধ স্থায়ী বাসিন্দাদের অবৈধ অভিবাসী মা-বাবাদের বিরুদ্ধে যে কোন উদ্যোগ স্থগিত করবে সরকার। কারও কারও হিসেবে প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ডিএপিএয়ের কারণে। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীরা এবং এ দেশে বাস করছে তারা ২০১০ সাল থেকে। কিন্তু ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএম) বলেছে, বিচার দফতরের সমর্থন নিয়েই এ নীতি বাতিল করা হবে। ডিএইচএমমন্ত্রী জন কেলি বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, বর্তমান নীতি নিয়ে মামলা করার কোন বিশ্বাস উপায় নেই। অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। কয়েক দর্শক ধরে যেসব পরিবার এ দেশে অবস্থান করছে তাদের অনুমতি দিয়ে ডিএপিএ অন্যভাবে কার্যকর করার জন্য সরকারের কোন পরিকল্পনা আছে কি না, এ ব্যাপারে কেলি কিছুই বলেননি।
×