ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গৃহযুদ্ধ থেকে বাঁচতে সিরিয়া থেকে পালিয়ে এসেছিলেন তিনি

প্রকাশিত: ০৬:৪২, ১৭ জুন ২০১৭

গৃহযুদ্ধ থেকে বাঁচতে সিরিয়া থেকে পালিয়ে এসেছিলেন তিনি

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ে মৃত একজনের পরিচয় জানা গেছে। গৃহযুদ্ধ থেকে জীবন বাঁচাতে তিন বছর আগে সিরিয়া থেকে পালিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তিনি। খবর বিবিসির। সিরীয় শরণার্থী মোহাম্মদ আলহাজালি (২৩) নর্থ কেনসিংটনে বসবাস করার সময় প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানায় দাতব্য সংস্থা সিরিয়া সলিডারিটি ক্যাম্পেন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আলহাজালি সিরিয়ায় মৃত্যুর হাত থেকে বাঁচতে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। এখানে তার পরিবারের সদস্যরা রয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে। দাতব্য সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আলহাজালি ও তার ভাই ওমর ভবনটির ১৫ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। আফগানিস্তানে আরও চার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আরও অন্তত ৪ হাজার সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, এসব সেনার মধ্যে মার্কিন বিশেষ বাহিনীর সদস্য থাকবে কয়েক শ’। খবর এবিসি নিউজের। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সম্প্রতি ম্যাটিস মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেন, আফগান যুদ্ধে আপাতত জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই। তখনই পর্যবেক্ষকরা বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র দেশটিতে আরও সৈন্য পাঠানোর অজুহাত হিসেবে এ দাবি করেছেন ম্যাটিস। আফগানিস্তানে বর্তমানে ৮ হাজার ৪শ’ মার্কিন সেনার পাশাপাশি ন্যাটো জোটের অন্য দেশের আরও ৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। পেন্টাগন আফগানিস্তানে ৪ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পাশাপাশি ন্যাটোভুক্ত দেশগুলোকেও দেশটিতে আরও ৫ হাজার সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে।
×