ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি মোকাবেলায় দুই আইনজীবী নিয়োগ

রুশ সংশ্লিষ্টতা তদন্তের কড়া সমালোচনা ট্রাম্পের

প্রকাশিত: ০৬:৪২, ১৭ জুন ২০১৭

রুশ সংশ্লিষ্টতা তদন্তের কড়া সমালোচনা ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প বিচারকে বাধাগ্রস্ত করছেন এ ব্যাপারে তার সম্পর্কে খোঁজখবর করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ট্রাম্প অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। খবর ওয়াশিংটন পোস্ট। প্রকাশিত খবরে জানা গেছে, এসব তদন্ত সম্পর্কে প্রেসিডেন্টের সহকর্মীদের কাছে জানতে চাওয়া হলে তারা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন। তবে ভাইস প্রেসিডেন্ট পেন্স স্বীকার করেছেন, তিনি একজন প্রাইভেট ল’ইয়ারকে নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে জটিলতা উত্তরণের জন্য নিয়োগ দিয়েছেন। পেন্স যে আইনজীবীকে নিয়োগ দিয়েছেন তিনি ভার্জিনিয়ার সাবেক এ্যাটর্নি জেনারেল রিচার্ড কুলেন। এর আগে গত মাসে ট্রাম্প মার্ক কাসোইজ নামের একজন খ্যাতনামা আইনজীবীকে তার পক্ষে আইনী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিয়োগ দেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুইজনেই এক মাস আগে-পরে দুইজন আইনজীবীকে নিয়োগ দিলেন তার কারণ বিশ্লেষণ করে জানা যায়, ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা ধামাচাপা দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের কোন ভূমিকা অথবা বিচার বাধাগ্রস্ত করার জন্য ট্রাম্প কোন তৎপরতায় জড়িত কি না, সে ব্যাপারে অবশেষে উপদেষ্টা রবার্ট মুলার তার তদন্ত পরিধি আরও সম্প্রসারিত করছেন। প্রকাশিত এই খবরে ট্রাম্প বেশ ক্ষুব্ধ ও রাগান্বিত হন। তিনি তাৎক্ষণিক এক টুইট বার্তায় জানান, এটি কতিপয় খারাপ বিতর্কিত ব্যক্তি দ্বারা আমেরিকার রাজনৈতিক ইতিহাসে ভিন্নমতাবলম্বী নিগ্রহের সবচেয়ে বড় ঘটনা। এর আগে বেসবল প্র্যাকটিসের সময় গুলিবর্ষণে আলেকজান্দ্রিয়ায় একজন রিপাবলিকান কংগ্রেস সদস্যসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। আহত রিপাবলিকান সদস্যের নাম স্টিভ স্কেলিজ। ৬৬ বছর বয়স্ক এক ব্যক্তি এই গুলিবর্ষণের সময় পাল্টা গুলিবর্ষণে নিহত হয়। কিন্তু এই ঘটনায় পুরো রিপাবলিকান শিবিরে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে যা রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পালে অনুকূল বাতাসের যোগান দিচ্ছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি) ট্রাম্পের পক্ষে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। গত বুধবার রাতে আরএনসি ট্রাম্পের পক্ষে এবং তার বিরুদ্ধে বিচার বাধাগ্রস্ত করার তথ্য-উপাত্ত নিয়ে এক কর্মপরিকল্পনা চূড়ান্ত করে ট্রাম্প সহযোগীদের কাছে হস্তান্তর করে। রিপাবলিকান জাতীয় কমিটি ট্রাম্প সহযোগীদের নৈতিক সমর্থন দিয়ে জানিয়েছে, তারা যেন বিশেষ তদন্ত উপদেষ্টা মুলারের অনুসন্ধান কার্যক্রমকে অগ্রহণযোগ্য ও বেআইনী বলে প্রত্যাখ্যান করে। কেননা, এই তদন্তে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগে সিনেটে এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস সাক্ষ্য গ্রহণের পর বেশ নিশ্চিত ছিলেন। কেননা, জেফ সেশনস তার সাক্ষাতকারে নিজেকে ও ট্রাম্পকে বাঁচিয়ে প্রচুর ভুল বা সঠিক তথ্য পাশ কাটিয়ে গেছেন। যা সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর হাসি ঠাট্টার উপকরণ যুগিয়েছে। কেউ কেউ তার সঙ্গে হ্যারি পটার সিরিজের বামন দৈত্য ‘হবিট’-এর সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। কিন্তু যখন খবর বের হলো, রবার্ট মুলার নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার সঙ্গে যোগসূত্র খুঁজতে গিয়ে ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনারের ব্যবসায়িক লেনদেন ও অর্থবিত্তের খোঁজখবর করছেন তখনই ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। ট্রাম্পের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানান, ট্রাম্প সপরিষদ দিন দিন আইনী পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ট্রাম্পের হোয়াইট হাউসে থাকতে গেলে তার কথামতো মাথা নিচু করে বিনা বাক্য ব্যয়ে কাজ করে যেতে হবে। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দল গ্র্যান্ড ওল্ড পার্টি বা জিওপি বলেও পরিচিত। এই জিওপি দলের কয়েকজন সদস্য নিরপেক্ষ মতপ্রকাশ করে বলেন, তারা মনে করেন, রবার্ট মুলার, ট্রাম্পের বিরুদ্ধে কথিত বিচার বাধাগ্রস্ত করার অভিযোগসহ অন্যান্য অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবেন। তবে এই তদন্তে তারা ক্ষতিগ্রস্ত না হলেই তারা খুশি হবেন।
×