ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেলের মূল্য হ্রাসে অর্থনীতির ওপর চাপ

কারিগরি প্রশিক্ষণের দিকে ঝুঁকছে সৌদি তরুণরা

প্রকাশিত: ০৬:৪২, ১৭ জুন ২০১৭

কারিগরি প্রশিক্ষণের দিকে ঝুঁকছে সৌদি তরুণরা

সৌদি আরবের তরুণরা একটি স্বয়ংক্রিয় ইঞ্জিনের চারপাশে ঘিরে রয়েছে। সেখানে তারা হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছে। এটি কোন স্নাতক ডিগ্রী দেয়ার প্রতিষ্ঠান নয় বরং বয়স্ক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষায়িত কর্মসূচী যাতে তারা সমাজে দক্ষতা বাড়াতে পারে। খবর এএফপির। সৌদিতে প্রথমবারের মত স্বল্পকালীন কারিগরি প্রশিক্ষণ দেয়ার কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতে আবাসিক এলাকার বিদ্যুত বিপণন ব্যবস্থা ও কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নারী ও পুরুষ সবাই বলছেন এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে বিদেশী শ্রম নির্ভরতা হ্রাস পাবে। বিশ্বব্যাপী তেলের মূল্য হ্রাস পাওয়ার পর এ পদক্ষেপটি স্বনির্ভর অর্থনীতি নির্মাণের প্রচেষ্টাকে আরও সম্পূরক করে তুলেছে। এটি সৌদি আরবের লোকজন সাধারণ কাজ করে তাদের হাত নোংরা করতে চায়না এমন ভুল ধারণা ঘোচাবে। বেশিরভাগ কাজই লাখ লাখ বিদেশী শ্রমিকদের দিয়ে করানো হয়। মুহাম্মদ আল-হারবি (২৯) বলেন, ‘আমার গাড়িতে আমি এটি লাগাব। আমি আর কাউকে ভাড়া করার দরকার হবে না।’ হারবির নিজস্ব পারিবারিক একটি ছোট ব্যবসা রয়েছে। তিনি রিয়াদ টেকনিক্যাল কলেজে গৃহস্থালির বিদ্যুত প্রশিক্ষণে যোগ দিয়েছেন। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটি গতবছর ক্ষুদ্র ব্যবসাভিত্তিক ও অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা হাতে নেন। যাতে তাদের অর্থনীতি শুধু তেলের ওপর নির্ভরশীল হয়ে না ওঠে। এতে করে শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাভিত্তিক কর্মী নিয়োগে আরও বেশি সৌদিকে যাতে নিয়োগ দেয়া যায় তার ব্যবস্থা রাখা হয়। এজন্য উন্নত শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিস্তারের আহ্বান জানান হয়। দক্ষতা বিকাশের দায়িত্বে থাকা সরকারী সংস্থা টেকনিক্যাল এ্যান্ড ভোকেশনাল ট্রেইনিং কর্পোরেশন (টিভিটিসি) প্রধান আহমেদ ফাহাদ আল-ফাহাইদ বলেন, নতুন বয়স্ক কোর্সটি চাকরির বাজারের লোকজনের যোগ্যতা অর্জনের জন্য হাতে নেয়া হয়নি। এক স্বয়ংক্রিয় কর্মশালা পরিদর্শনের সময় ফাহাইদ আরও বলেন, তারা তাদের যথেষ্ট দক্ষতা বজায় রাখতে সহায়তা করবে যাতে তারা বিদেশী শ্রমিকদের নিয়োগ দিতে না পারে। দাফতরিক চিত্রে দেখা যায়, সৌদিতে ৯০ লাখ বিদেশী কর্মী কাজ করে। স্থানীয় কর্মীর সংখ্যা সেখানে দু’কোটি দশ লাখেরও বেশি। তিন বছর আগে তেলের দাম অর্ধেকে নেমে গেলে দেশটি বিদেশী নির্ভরতা কমানোর চেষ্টা করতে থাকে। তেলের মূল্য হ্রাস পাওয়ায় দেশটির অর্থনৈতিক ভিত দুর্বল হতে থাকে। এতে বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন বিলম্ব হতে থাকে। সাময়িকভাবে সরকারী সেবা সুবিধা বন্ধ হয়ে যায় এবং সরকার প্রথমবারের মত কর আরোপ করার প্রস্তুতি নেয়।
×