ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্লাস রুমে পোলট্রি ফার্ম

প্রকাশিত: ০৬:২১, ১৭ জুন ২০১৭

ক্লাস রুমে পোলট্রি ফার্ম

প্রচ- গরমে ভারতের উত্তরপ্রদেশে জীবন ওষ্ঠাগত। প্রয়োজন না পড়লে ঘর থেকে কেউ বের হচ্ছে না। ফলে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠাগুলো। আর ছুটির অজুহাতে রামপুর জেলার দর্শনপুরের প্রাইমারি স্কুলের ক্লাস রুমগুলোকে পোলট্রি ফার্মে পরিণত করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। এমন কা-ের পর তদন্ত শেষে সাসপেন্ড করা হয়েছে প্রধান শিক্ষককে। এ বিষয়ে রামপুরের শিক্ষা কর্মকর্তা সর্বানন্দ জানান, স্কুলে এ ঘটনার ভিডিও হাতে আসার পর তা জেলা প্রশাসককে অবহিত করা হয়। এরপর তিনি তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, স্কুলের শিক্ষক ফরিয়াদ আলি খান ও অন্য এক শিক্ষকের সঙ্গে জড়িত। চলতি বছরের ২১ মে থেকে গরমের ছুটির সুযোগে স্কুলের তিনটি ক্লাস রুমকে ফার্মে পরিণত করেন ওই দুই শিক্ষক। -ওয়েবসাইট
×