ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাহমিদা নবীর শিক্ষার্থীদের এ্যালবাম ‘কারিগরী’

প্রকাশিত: ০৪:১৬, ১৭ জুন ২০১৭

ফাহমিদা নবীর শিক্ষার্থীদের এ্যালবাম ‘কারিগরী’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বেইলী রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর ভয়েজ গ্রুমিং স্কুল ‘কারিগরী’র ১১ জন শিক্ষার্থীদের নিয়ে প্রথম এ্যালবাম ‘কারিগরী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেদিন প্রচুর বৃষ্টি ছিল। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই অনেক আগ্রহ নিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফাহমিদা নবীর শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। প্রতিকূল পরিবেশে সবার উপস্থিতি দেখে অনেকটাই আবেগাপ্লুত পড়েন ফাহমিদা নবী। ফাহমিদা নবীর উদ্যোগে সজীব দাসের সুর সঙ্গীতে ‘কারিগরী’ এ্যালবামে বিভিন্ন গীতিকারের লেখা গান যে ১১ জন শিক্ষার্থী গেয়েছেন তারা হলেনÑ বিশিষ্ট সংবাদ পাঠিকা শামীম আরা মুন্নী, রাজ আজিম, কামরুন্নাহার পুতুল, রমজানুল কাদের বিল্লাহ, বৃষ্টি মাওলা, ফারজানা কামাল, পিলু, ফৌজিয়া সুলতানা, রুবনা তামরিন অনন্যা, ফাহমিদা আহমেদ ও শামীম আফরোজ সীমা। এ্যালবামটিতে ফাহমিদা নবী নিজেও ‘চোখের কার্নিশে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিক্ষার্থীদের উৎসাহ দিতেই তিনি নিজেও এই এ্যালবামের সঙ্গে একটি গান গেয়ে সম্পৃক্ত থাকলেন। ২০০৮ সাল থেকে এই এ্যালবামের পরিকল্পনা করা হয়ে আসছিল। অবশেষে নয় বছর পর সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন হলো। কেমন লাগছে আপনার? এমন প্রশ্নের জবাবে ফাহমিদা নবী বলেন, এই অনুভূতি, ভাললাগা সত্যিই প্রকাশের মতো নয়। তারপরও বলবো আজ মনে হচ্ছে অনেক বড় একটি দায়িত্ব শেষ করতে পেরেছি। কিন্তু এই শেষ দিয়েই আমার শিক্ষার্থীদের নতুন পথচলা শুরু। আমি শ্রোতাদের কাছে আমার শিক্ষার্থীদের গান তুলে দিলাম। শ্রোতারা গানগুলো শুনুক এবং আমাকে তার রেসপন্স জানাক যে তারা কতটুকু আমার দেয়া শিক্ষাকে রপ্ত করতে পেরেছে। তবে আমি বলতে পারি আত্মবিশ্বাস নিয়ে আমার প্রত্যেক শিক্ষার্থীই খুব ভাল গেয়েছে এবং তাদের আগামীর সুন্দর দিন নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। ফাহমিদা নবীর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আনমল প্রেজেন্টস’ থেকে ‘কারিগরী’ এ্যালবামটি প্রকাশিত হয়েছে।
×