ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে বহ্নিশিখা

প্রকাশিত: ০৪:১৬, ১৭ জুন ২০১৭

ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে বহ্নিশিখা

স্টাফ রিপোর্টার ॥ ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে অসমের গোহাটি গিয়েছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। শুক্রবার সংগঠনের ১৪ সদস্যের একটি দল ভারতের উদ্দেশে রওনা হয়। যাওয়ার আগে সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ জনকণ্ঠকে বলেন, আমার নেতৃত্বেই সেখানে যাওয়া হচ্ছে। ভারতের অসম রাজ্যের বিভিন্ন শহরে আয়োজিত চারটি অনুষ্ঠানে আমরা অংশ নেব। বহ্নিশিখার শিল্পীরা সেখানে দেশের গান, স্বাধীন বাংলা বেতারের গান, পঞ্চ কবির গান, লালন-হাছন-শাহ্ আবদুল করিম-আরকুম শাহর গান, ভাষার গান, লোকসঙ্গীত, গণসঙ্গীত, ভূপেন হাজারীকা, কালিকা প্রসাদ ও অসমীয়া ভাষাসহ মোট ২৫টি গান পরিবেশন করবে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন আবিদা রহমান সেতু। যেসব শিল্পী অংশগ্রহণ করবে তারা হলেন- উর্মি হালদার, সাহিদা রহমান সুরভী, সুনায়না সিদ্দিক, ঝরনা বিশ্বাস, সালাহ্উদ্দীন সোহাগ, আসিফ ইকবাল সৌরভ, অমিতেশ দাস অমি, হাসিন ওয়াসিন ফুয়াদ ও জাহিদুল ইসলাম। তবলায় তুলশী সাহা ও কি-বোর্ডে মাহবুবুর রহমান সোহেল। অনুষ্ঠান সহযোগী তারেক আলী মিলন। ভারতের পূর্বাঞ্চলের জনগণের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গোলাম কুদ্দুছ আশাবাদ ব্যক্ত করেন। বহ্নিশিখা আগামী ২৩ জুন দেশে ফিরে আসবে।
×