ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বস টু’ ও ‘নবাব’ মুক্তিতে চলচ্চিত্র ঐক্যজোটের আপত্তি

প্রকাশিত: ০৪:১৬, ১৭ জুন ২০১৭

‘বস টু’ ও ‘নবাব’ মুক্তিতে চলচ্চিত্র ঐক্যজোটের আপত্তি

স্টাফ রিপোর্টার ॥ যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস টু’ ও ‘নবাব’ বাংলাদেশে মুক্তি ঠেকাতে বদ্ধপরিকর ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ‘বস টু’ ও ‘নবাব’ নামের যৌথ প্রযোজনার চলচ্চিত্রর মুক্তি নিয়ে জোর আপত্তি জানিয়েছে তারা। এ প্রসঙ্গে জোট নেতরা বিএফডিসিতে পরিচালক সমিতি কক্ষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেনÑ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক মনতাজুর রহমান আকবর, সিনিয়র অভিনেতা ফারুক, শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ। এর আগে তারা এ বিষয়টি নিয়ে জরুরী বৈঠক করেন। বৈঠক শেষে অভিনেতা ফারুক সাংবাদিকদের বলেন, যৌথ শব্দটা অনেক আগে থেকে চলছে। জাজের নাম তো এখন আমরা শুনছি। কিন্তু এর আগেও অনেক জাজ এখানে এসেছে, চলচ্চিত্র মুক্তিও দিয়েছে। এদের চলচ্চিত্র পরিবারের আওতায় নিয়ে আসতে হবে। অনিয়ম হলে এদের কোন ছাড় দেয়া হবে না। কারণ, বিষয়টি এখন শিল্পীদের জন্য বাঁচা-মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সঠিক নীতিমালা অনুযায়ী সামনে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। প্রিভিউ কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বস টু’ চলচ্চিত্রে বাংলাদেশের অংশ খুবই কম ব্যবহার করা হয়েছে। আর এতে এ দেশের শিল্পীও খুবই কম দেখা গেছে। এ বিষয়গুলো নিয়ে আমরা মতামত জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মিশা সওদাগর বলেন, আমরা শিল্পী সমিতি চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করব সবসময়। কোন অনিয়ম মানতে পারব না। বদিউল আলম খোকন বলেন, ‘বস টু’ বা ‘নবাব’ শুধু নয়, কোন চলচ্চিত্রই যেন যৌথ প্রযোজনার নিয়ম ফাঁকি দিতে না পারে সে বিষয়ে চোখ রাখতে হবে আমাদের। এ ব্যাপারে কথা বলতে ওইদিন দুপুরেই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সভাপতি তপন কুমার ঘোষের সঙ্গে সাক্ষাত করেছেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা। তারা জানান, প্রিভিউ কমিটি গত সপ্তাহে ‘বস টু’ চলচ্চিত্রের ক্ষেত্রে নীতিমালা ভঙ্গের প্রমাণ পায় এবং ছাড়পত্র না দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। কিন্তু গত বুধবার অজ্ঞাত কারণে প্রিভিউ কমিটি আবার চলচ্চিত্রটি দেখেছে এবং এর ছাড়পত্র দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।
×