ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১১, ১৭ জুন ২০১৭

টুকরো খবর

সরকারী কাজে বাধা ॥ আ’লীগ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ খাস পুকুর দখলকে কেন্দ্র করে সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুঠিয়া থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, উপজেলার সাতারপাড়া এলাকার একটি সরকারী পুকুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লিজ দেয়া হয়। কিন্তু ইজারাদার শিলমাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলীকে ওই পুকুরে মাছ ছাড়তে বাধা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মোল্লা ও তার লোকজন। গত ১৩ জুন উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ওই পুকুরে গিয়ে ইজারাদারকে পুকুর বুঝিয়ে দেয়। এ সময় আবারও আব্দুর রহিম ও তার লোকজন বাধা দেয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের সঙ্গে অসদাচরণ করে। বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিদ্যুত সংযোগের মাধ্যমে পুকুরে মাছ ধরতে গিয়ে নগরীর খালেদাবাদ কলোনিতে আনোয়ার হোসেন (৪২) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। আনোয়ার রাজধানীর ডেমরা এলাকার শাসমুল হকের পুত্র। শেবাচিম হাসপাতালের চিকিৎসক ডাঃ দাশ রনবীর স্থাণীয়দের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক সংযোগ তার ছিঁড়ে পুকুরে পরলেও তা না দেখে অসাবধানতাবশত মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন পুকুরে মাছ ধর ছিলেন। এ সময় সে বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন। খাদ্যে বিষক্রিয়ায় ১৩ জন অসুস্থ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ১৩ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার একডালা ওয়াপদা প্রজেক্ট মসজিদে ইফতারি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অসুস্থরা হলেন, কুমিলা জেলার বুড়িচং থানার ফিরোজ একই থানার রবিউল, ফয়সাল, ফরহাদ হোসেন, আরাফাত, রেজাউল, গোলাম রব্বানী, হাসান, নাজমুল, জুয়েল, তোফায়েল ও মহিউদ্দিন। জানা যায়, অসুস্থ এ ১৩ জন তাবলিগ জামাতের সদস্য ৪০ দিনের চিল্লায় কুমিল্লা থেকে গত ১ মাস আগে সিরাজগঞ্জে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পলাতক জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ দীর্ঘদিন পলাতক থাকা জঙ্গী হামলার প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের পুলেরহাট এলাকা হতে ওই জঙ্গীকে আটক করা হয়। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সুখদেবপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে হারুন আর রশিদ (৪০)। বিদেশী মাদক উদ্ধার ॥ আটক ২ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানার রামপট্টি এলাকায় শুক্রবার ভোরে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সাত শ’ বোতল বিয়ার ও ১৩০ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। অবৈধ মদ ও বিয়ারসহ আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার সালমান মিয়া ও ঢাকার লালবাগের বাসিন্দা ফরিদ সরদার।
×