ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রকৌশলীকে লাঞ্ছিত করে চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:০৮, ১৭ জুন ২০১৭

প্রকৌশলীকে লাঞ্ছিত করে চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ জুন ॥ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও স্টাফদের সন্ত্রাসী কায়দায় মারপিট করে বিলফর্মে এবং এমবিতে স্বাক্ষর ছাড়াই অস্ত্রের মুখে জিম্মি করে ৭৪ লাখ ৬ হাজার ৪৫৫ টাকার চেক স্বাক্ষর করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ইফতারের পর নির্বাহী প্রকৌশলীকে তার বাসা থেকে কলার ধরে টেনে হিঁচড়ে অফিসে এনে এমন ঘটনা ঘটানো হয়েছে। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়া জানান, প্রায় ৯/১০ মাস আগে বদলগাছী উপজেলার একটি কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ। যার মালিক ইকবাল শাহরিয়ার রাসেল। কাজটি পাবার পর রাসেল কাজটি সম্পন্ন করার জন্য আওয়ামী লীগ নেতা দেওয়ান ছেকার আহমেদ শিষানকে পাওয়ার অব এ্যাটর্নি প্রদান করেন। সেইসঙ্গে কাজটির বিল পরিশোধের জন্য যমুনা ব্যাংকের সঙ্গে লিয়েন করে। কাজটি শিষান সম্পন্ন করেছেন এবং ইতোপূর্বে পর পর তিনটি বিল রাসেলের ইথেন এন্টারপ্রাইজের যমুনা ব্যাংকের ওই এ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে। এদিকে ঠিকাদার রাসেল শিষানকে দেয়া সেই পাওয়ার অব এ্যাটর্নি এফিডেভিটের মাধ্যমে সিজ করে নেয়। এতে ৪নং বিল ব্যাংকে জমা করার আগেই ঠিকাদার শিষান ২৫/৩০ জন সঙ্গী নিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানান তিনি। বাদশা মিয়া আরও জানান, নিয়ম অনুযায়ী কাজ পেয়েছে ইথেন এন্টারপ্রাইজ, বিলও পাবে ইথেন এন্টারপ্রাইজ। এখানে শিষানকে বিল দেয়ার কোন সুযোগ নেই। রাসেলের সঙ্গে শিষানের চুক্তি হয়েছিল আবার তাদের মধ্যেই চুক্তিভঙ্গ হয়েছে। এখানে এলজিইডির কিছু করার নেই। বিষয়টি বলার পরও তারা আমার বাসায় ঢুকে স্ত্রী-সন্তানের সামনে লাঞ্ছিত করেছে। অফিসের কোষাধ্যক্ষ জোহাদ আলী ও তার গাড়িচালক আলম সোনারকেও বেদম পিটিয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
×