ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে অস্ত্রসহ ৬ দস্যু আটক ॥ সাত জিম্মি উদ্ধার

প্রকাশিত: ০৪:০৬, ১৭ জুন ২০১৭

সুন্দরবনে অস্ত্রসহ ৬ দস্যু আটক ॥ সাত জিম্মি উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনের শ্যামনগর থানাধীন হরিণগরের পশুরতলা খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু রবিউল বাহিনীর চার সদস্যকে আটক ও সাত আগ্নেয়াস্ত্র এবং ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মুক্তিপণের দাবিতে দস্যুদের হাতে জিম্মি থাকা সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে র‌্যাব-৬ খুলনার সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অপরদিকে শ্যামনগর থানাধীন সুন্দরবনের চুনকুড়ি খাল এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি স্টেশন দোবেকীর একটি টহল দল বনদস্যু সাহেব আলী বাহিনীর দুই সক্রিয় সদস্যকে একটি একনালা বন্দুক ও একটি পাইপগান এবং ২৫ রাউন্ড গোলাসহ আটক করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে। র‌্যাব জানায়, সুন্দরবনে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে জিম্মি করে রেখেছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালায়। এ সময় রবিউল বাহিনীর সদস্য ইস্রাফিল ময়না, জামাল গাজী, মনিরুল হাওলাদার ও গোলাম রসুলকে আটক করা হয়। পরে দস্যুদের দেয়া তথ্যের ভিত্তিতে বনের মধ্যে লুকিয়ে রাখা দুইটি বিদেশী বন্দুক, পাঁচটি একনলা পাইপগান, ৩৩ রাউন্ড গুলি উদ্ধার এবং দস্যুদের হাতে জিম্মি থাকা মজিবর গাজী, মেহেদী হাসান, বাবুল রহমান, মোজাফফর গাজী, আবু মুছা, হাফিজুর রহমান ও জাহাঙ্গীর গাজীকে উদ্ধার করা হয়। শিমুলের পরিবারকে সহায়তা নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জে, ১৬ জুন ॥ শাহজাদপুরে নিহত সাংবাদিক আঃ হাকিম শিমুলের পরিবারকে ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সাংবাদিক ওমর ফারুক, আল-আমিন হোসেন প্রমুখ। বক্তারা চার্জশীটভুক্ত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গরুর সঙ্গে শত্রুতা নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৬ জুন ॥ তালতলী উপজেলার নবনির্বাচিত সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজীর একটি অস্ট্রেলিয়ান গরুকে বিষ (বাসুডিন) খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুলতান ফরাজীর তিনটি অস্ট্রেলিয়ান গরু গোয়াল ঘরে বাঁধা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা গরু তিনটিকে বাসুডিন খাইয়ে দেয়। এতে একটি গরু রাতেই মারা যায় এবং দুটি গুরুতর অসুস্থ হয়। শুক্রবার সকালে চেয়ারম্যানের লোকজন গোয়াল ঘরে একটি গরু মরা এবং দুটি অসুস্থ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসুডিনের গুঁড়া উদ্ধার করেছে। অসুস্থ গরু দুটিকে উপজেলা প্রাণী চিকিৎসক চিকিৎসা দিয়েছেন।
×