ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেবাচিমে এই প্রথম পেসমেকার স্থাপন

প্রকাশিত: ০৪:০৬, ১৭ জুন ২০১৭

শেবাচিমে এই প্রথম পেসমেকার স্থাপন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর দেহে সফলভাবে ডুয়েল চেম্বার পেসমেকার বসানো হয়েছে। রোগীর পক্ষ থেকে পেসমেকারটি কিনে দেয়ার পর এটি স্থাপনে হাসপাতাল কর্তৃপক্ষকে খরচ দিতে হয়েছে মাত্র দুই হাজার টাকা। সফলভাবে পুরো অপারেশনটি সম্পন্ন করেছেন হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এম সালেহ উদ্দিন। তার সঙ্গে সহায়তা করেছেন ডাঃ মাহফুজুর রহমান, ডাঃ এমডি সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স শামিমা ইয়াসমিন, টেকনোলজিস্ট গোলাম মোস্তফা ও নজরুল আহম্মেদ। বৃহস্পতিবারের এ সফল অস্ত্রোপচারের পর রোগীকে শয্যায় পাঠানো হয়। ওইদিন রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শামিমা ইয়াসমিন জানান, রোগী পুরোপুরি সুস্থ রয়েছেন। জানা গেছে, নগরীর বগুড়া রোডস্থ এলাকার বাসিন্দা ও বরিশাল জেলা জজ আদালতের উচ্চমান সহকারী জাফর উল্লাহ বেশ কিছুদিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। বিশেষ করে তার হৃদস্পন্দন ছিল খুবই কম। এ অবস্থায় গত এক সপ্তাহ পূর্বে রোগীর হার্টে অস্থায়ী পেসমেকার বসানো হয়। কিন্তু তাতে তেমন কোন উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪৫ মিনিট সফল অস্ত্রোপচারের মাধ্যমে জাফর উল্লাহর শরীরে ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন করা হয়। জয়পুহাটে বিদ্যুতস্পৃষ্টে স্বামীর মৃতু্যু ॥ স্ত্রী আহত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৬ জুন ॥ কালাই উপজেলার ধুনট গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু ও স্ত্রী আহত। আহতকে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুনট গ্রামের ফেরদৌস আলম (২৭) বাড়ির টিনের চাল মেরামত করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় তার স্ত্রী আফরোজা আকতার স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও আটকা পড়ে। টিনের ওপরে বিদ্যুতের তার পড়ে থাকায় এ ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা এসে স্ত্রীকে আহতাবস্থায় উদ্ধার করতে পারলেও স্বামীকে বাঁচাতে পারেনি। আহতকে মুমূর্ষু অবস্থায় কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×