ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনাহাট স্থলবন্দরের ১৫ কিমি রাস্তা বেহাল ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৫, ১৭ জুন ২০১৭

সোনাহাট স্থলবন্দরের ১৫ কিমি রাস্তা বেহাল ॥ জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সোনাহাট স্থলবন্দর থেকে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৫ কিমি সড়কের বেহাল দশায় জনসাধারণের ভোগান্তি চরমে উঠেছে। শত শত খানা-খন্দের কারণে মাদারগঞ্জ, সোনাহাট, চরভুরুঙ্গামারী, বলদিয়া, নারায়ণপুর, তিলাইসহ ১০টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ পড়েছে দুর্ভোগে। প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সোনাহাট স্থলবন্দরের মালামাল পরিবহন। দীর্ঘদিনেও রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা সম্প্রতি রাস্তার ওপর গাছ ফেলে এবং মালবাহী ট্রাক্টর রেখে অবরোধ সৃষ্টি করে। ভুরুঙ্গামারী-সোনাহাট সড়কের ‘ঘুন্টিঘরে’ এ অবরোধ কর্মসূচী পালিত হয়। আন্দোলনকারীদের নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই দাবি করেন, শান্তি প্রক্রিয়ায় লাগাতার আন্দোলন কর্মসূচী দেয়ার পরও দীর্ঘদিনেও দাবি পূরণ হয়নি। তাই রাস্তার সংস্কার শুরু না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচী অব্যাহত থাকবে। সোনাহাট স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক সমিতির সভাপতি তবিজ উদ্দিন জানান, সোনাহাট স্থলবন্দর থেকে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫কিলোমিটার রাস্তার বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানা-খন্দগুলো পানিতে ভরে থাকায় ঘটছে দুর্ঘটনা। এ পথে চলাচলকারী ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ভারি যানবাহনগুলো প্রায় প্রতিদিনই খাদে আটকা পড়ছে। ফলে মালামাল পরিবহনে বেড়েছে ব্যয়। কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী এ বি এম খুরশিদ আলম রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে জানান, ১০কিমি রাস্তা নতুন করে করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ১০ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে বেলাল-সাজু কনস্ট্রাকশনকে গত ১৫ মে কার্যাদেশ দেয়া হয়েছে। প্রস্তুতি স্বল্পতার কারণে ঠিকাদার কাজ শুরু করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল ব্যাহত বৈরী আবহাওয়া স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফের চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার সকাল থেকে ভারি বর্ষণ এবং প্রচ- স্রোতে ফেরিগুলো স্বাভাবিক চলতে পারছে না। একদিকে বৈরী আবহাওয়া ও অপরদিকে শুক্রবার হওয়ায় গাড়ির চাপ বেশি থাকায় আটকা পড়েছে ৬ শতাধিক গাড়ি। এদিকে সকাল ১০টার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা ফেরি রায়পুরায় ৩নং রো রো ফেরি ঘাটে আসলে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফেরির রেলিং ভেঙ্গে ঝুলে থাকে। এতে এ ঘাট দিয়ে পারাপারে বিঘœ ঘটে। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে ফেরি চলাচল দুপুর ১টার দিকে সচল করা হয়। এ কারণেও যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। তবে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় ৬ শতাধিক গাড়ি।
×