ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসআই ক্লোজড

এবার শিক্ষকের পকেটে ইয়াবা ঢুকিয়ে আটকের চেষ্টা

প্রকাশিত: ০৪:০৫, ১৭ জুন ২০১৭

এবার শিক্ষকের পকেটে ইয়াবা ঢুকিয়ে আটকের চেষ্টা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এবার এক কলেজশিক্ষককে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার আরেক উপপরিদর্শক (এসআই) এসএম শামীম আকতারকে পুলিশে লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে থানার ওসি একেএম আজমল হুদা নিশ্চিত করেছেন। এনিয়ে গত পাঁচদিনে দুই অফিসারকে ক্লোজ করা হলো একই অভিযোগের দায়ে। জানা গেছে, ১৩ জুন সন্ধ্যার দিকে সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম বিপ্লবের পকেটে ইয়াবা ঢুকিয়ে তাকে আটকের চেষ্টা করেন শামীম আক্তারের এক সোর্স। কলেজশিক্ষক জাহিদুল ইসলাম বিপ্লব ওইসময় কর্মস্থল থেকে নিজ বাড়ি হৈবতপুর ইউনিয়নের মুরাদগড়ে ফিরছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের কাজী শাহেদ সেন্টারের সামনে পুলিশ তার গতিরোধ করে। এ সময় কথিত সোর্স তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে। এএসআই মনির হোসেনও তার সঙ্গে ছিলেন। এ সময় এসআই এসএম শামীম আক্তার ওই শিক্ষককে আটকের চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে এসআই এসএম শামীম আক্তার কলেজশিক্ষককে ছেড়ে দেন। এই খবর হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতা জানতে পারেন। পরে মুখে মুখে ছড়িয়ে পড়ে এই কাহিনী। ওই ঘটনা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের গোচরে আসার পর বৃহস্পতিবার রাতে এসআই এসএম শামীম আক্তারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এই বিষয়ে কথা বলার জন্য এসআই শামীম আক্তারকে ফোন করা হলে তিনি বলেন, এখন খুব ব্যস্ত আছি। একটু পরে ফোন করেন। গত শনিবার রাত ১০টার দিকে শহরের রেল রোডে সোনালী ব্যাংক কর্পোরেট অফিসের সামনে এক যুবকের পকেটে গাঁজা ঢুকিয়ে তাকে আটকের চেষ্টাকালে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ওই ঘটনায় কোতোয়ালি থানার এসআই মাহবুবকে তখনই সাসপেন্ড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন এসপি।
×