ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুনে নিহত ১৭

প্রকাশিত: ০৮:৩১, ১৬ জুন ২০১৭

লন্ডনের গ্রেনফেল টাওয়ারের আগুনে নিহত ১৭

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ২৪ তলা একটি ভবনে লাগা আগুনে অন্তত ১৭ জন নিহত হয়েছে এবং সংখ্যাটি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বা বুধবার শুরুর পর কোন এক সময় গ্রেনফেল টাওয়ার নামের ভবনটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর বিবিসির। রাত ১২টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটের লাটিমার রোডের ভবনটির সামনে উপস্থিত হয় দমকল বাহিনীর ২০০ কর্মী ও ৪০টি ফায়ার ইঞ্জিন। এসেই তারা জ্বলন্ত ভবনটি থেকে ৬৫ জনকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সুউচ্চ টাওয়ারটিতে অনেকে আটকা পড়ে যায়, এদের মধ্যে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। বিবিসি জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটিতে ‘কয়েক শ’ লোক ছিল বলে বোঝা গেছে এবং তাদের অধিকাংশই ঘুমিয়েছিল। আবাসিক ওই টাওয়ারটিতে ১২০টির মতো ফ্ল্যাট ছিল। ঘটনার একদিন পরও আগুন লাগার কারণ বের করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে ১২ বছরের বালিকা জেসিকা উরবানো রামিরেজ, ৬৬ বছর বয়সী সাবেক লরি চালক টনি ডিসন এবং নিরাপত্তা রক্ষী মো টুকু অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজদের ছবি পোস্ট করে তাদের খোঁজ পেলে জানানোর জন্য আবেদন করছে স্বজনরা।
×