ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের পরামর্শ ছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত না করার নির্দেশ

প্রকাশিত: ০৮:০৩, ১৬ জুন ২০১৭

সুপ্রীমকোর্টের পরামর্শ ছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত না করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের পরামর্শ ব্যতীত কোন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোন অভিযোগ উত্থাপিত হলে তার প্রাথমিক তদন্ত বা অনুসন্ধান না করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এই নির্দেশনা লঙ্ঘন করে কোন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত বা অনুসন্ধান পরিচালনা করা হলে তা সুপ্রীমকোর্টকে অবহিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সুপ্রীমকোর্ট প্রশাসন। পরে তা সুপ্রীমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এর আগে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আইন ও বিচার বিভাগকে পরামর্শ দিয়ে এ সংক্রান্ত একটি চিঠি দেয় সুপ্রীমকোর্ট। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জারি করা নতুন সার্কুলারেও বিচার বিভাগ পৃথককীরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা ও সংবিধানের বাধ্যবাধকতা উল্লেখ করা হয়েছে।
×