ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আকিল জামান ইনু

চিরকালীন ফ্যাশন জিন্স

প্রকাশিত: ০৬:৫১, ১৬ জুন ২০১৭

চিরকালীন ফ্যাশন জিন্স

বিশ্বজুড়ে ফ্যাশনপ্রেমীদের প্রথম প্রেম এখনও জিন্স। কি শীত কী গ্রীষ্ম, দিন কিংবা রাত জিন্স আছে শরীর এবং হৃদয়জুড়ে। বিশেষত তরুণ প্রজন্মের জিন্স নিয়ে ভাবনার অন্ত নেই। জিন্সের প্যান্ট শার্ট পায়ে স্নিকারস আর চোখে সানগ্লাস বিশ্বজুড়ে প্রতিনিধিত্ব করে তারুণ্যের? এ জেন বাধ না মানা বিদ্রোহী তারুণ্য। জিন্স ঠাঁই করে নিয়েছে কবিতায়, গানে আর সাহিত্যে দাপটের সঙ্গেই। জিন্স ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তারুণ্যের ফ্যাশন স্টেটমেন্ট। জিন্স প্যান্ট পছন্দ করে না এমন তরুণ বিরল। আর এই জিন্স প্যান্ট মানিয়ে যায় শার্ট, পোল টি-শার্ট কিংবা টি-শার্ট এমনকি স্বদেশী পাঞ্জাবি ফতুয়া সব কিছুর সঙ্গেই। নীল ডেনিম জিন্সের প্যান্ট ইন করা অথবা ইন খোলা, গেঞ্জি কিংবা শার্টের সঙ্গে হাতে ব্যাঙ্গেলস, পায়ে স্নিকার আর চোখে সানগ্লাস। বিন্দাস তারুণ্য। অনেকেই আবার একধাপ এগিয়ে। নীল ডেনিমের সঙ্গে গায়ের শার্টটিও জিন্স। বুক খোলা জিন্সের শার্টের সঙ্গে নীল ডেনিম পায়ে বাহারি চপ্পল এ যেন নিয়ম না মানা বেপরোয়া তারুণ্য। কোন কিছুতেই কিছু যায় আসে না যার। মূলত, নীল রংটি জিন্সের প্রতিনিধিত্ব করলেও তারুণ্যেও প্রথম পছন্দ ফেড জিন্স। আর যারা ব্যতিক্রম পছন্দ করেন তাদের জন্য আছে কালো, এ্যাশ কিংবা হালকা নীল। শার্টেও বেলায়ও তাই। তবে ব্যতিক্রম হচ্ছে অনেকেই পছন্দ করেন শার্টের গায়ে সুতার কাজে ফুটিয়ে তোলা নান নকশা। জিন্স প্রসঙ্গে এ কথা বলতেই হয় সঙ্গে সানগ্লাস স্নিকারস হাতে বাহারি ব্যাঙ্গেলস গলায় লকেট ছাড়া জিন্স যেন অসম্পূর্ণ। সবকিছু মিলিয়ে আপনার ফ্যাশন স্টেটমেন্টে যোগ করবে ভিন্ন মাত্রা। কথায় বলে, ওল্ড ইজ গোল্ড। এ কথাটি সবচেয়ে বেশি সত্য পুরাতন জিন্সের বেলায়। জিন্স যত পুরাতন হবে জিন্সপ্রেমীদের কাছে তা হয়ে উঠবে তত প্রিয়। অনেকটা প্রথম প্রেমের মতোই। জিন্স পরুন থাকুন বিন্দাস।
×