ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ট্রোকের চিকিৎসায় মাকড়সার বিষ

প্রকাশিত: ০৬:৫০, ১৬ জুন ২০১৭

স্ট্রোকের চিকিৎসায় মাকড়সার বিষ

স্ট্রোকে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার নিঃসৃত বিষ স্ট্রোকের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। কুইন্সল্যান্ড এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণাটি চালিয়েছেন। গবেষণায় তারা অস্ট্রেলিয়ার তিনটি মাকড়সা থেকে বিষ সংগ্রহ করেছেন। তারপর সেটি মিশিয়েছেন হিলা নামের বিশেষ একটি প্রোটিনের সঙ্গে। তারপর সেটিকে পরীক্ষাগারে একটি ইঁদুরের শরীরে ইনজেক্ট করে তারা দেখেছেন, ইঁদুরের মস্তিষ্কে এটি এমন এক রাসায়নিক বিক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যে রাসায়নিক বিক্রিয়ার কারণে স্ট্রোকের পর মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এক হিসেবে দেখা গেছে, বিশ্বে প্রত্যেক দুই সেকেন্ডে কোথাও না কোথাও একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এর ফলে বছরে প্রায় সত্তর লাখ মানুষের মৃত্যু হয় এবং আরও বহু মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সূত্র : বিবিসি, ডেইলি মেইল
×