ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন এ্যাথলেটরা

প্রকাশিত: ০৬:৪৮, ১৬ জুন ২০১৭

প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন এ্যাথলেটরা

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ার অন্যতম সেরা এ্যাথলেটিক্সের আসর এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড। আগের প্রায় প্রত্যেক আসরেই অংশ নিয়েছেন বাংলাদেশের এ্যাথলেটরা। আগের আসরগুলোতে মূলত স্প্রিন্টাররাই দলে বেশি সুযোগ পেতেন। সর্বশেষ দু’বছর আগে চীনে অনুষ্ঠিত আসরে দেশের সেরা স্প্রিন্টার ও দ্রুততম মানব-মানবী মেজবাহ আহমেদ এবং শিরিন আক্তার অংশ নিয়েছিলেন। এবার তাদের অংশ নেয়ার ক্ষেত্র বা সুযোগটি আরও বড় হয়েছে। আগামী ৬-৯ জুলাই ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে এশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড। এ আসরে প্রথমবারের মতো জ্যাভলিন ও হ্যামার থ্রোয়ে অংশ নেবে বাংলাদেশ। এছাড়া ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড়, ১১০ মিটার হার্ডলস এবং চার গুণিতক ১০০ মিটার ও চার গুণিতক ৪০০ মিটার রিলে ইভেন্টে অংশ নেবেন পুরুষ এ্যাথলেটরা। মহিলা বিভাগে স্প্রিন্ট ছাড়াও ১০০ মিটার হার্ডলস এবং চার গুণিতক ১০০ মিটার রিলেতে অংশ নেবেন মহিলা এ্যাথলেটরা। তবে প্রতিযোগিতার ট্র্যাকে নামার আগে অনুশীলন ট্র্যাকে সুযোগ পাবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। প্রায় দু’সপ্তাহ একটি উচ্চতর অনুশীলনের সুযোগ দিচ্ছে স্বাগতিকরা। ফলে আজ ট্রায়াল থেকে নির্বাচিতদের শনিবারই এ্যাথলেটদের পাঠাতে চেষ্টা করছে ফেডারেশন। এ্যাথলেট ও কোচসহ ২১ সদস্যের দল যাবে ভুবনেশ্বরে। ভারতীয় কোচদের অধীনে এই প্রশিক্ষণ শিবিরে বাংলাদেশের এ্যাথলেটদের পাশাপাশি কোচরাও অংশ নেবেন। ভুবনেশ্বরগামী বাংলাদেশী তিন কোচ হলেন : হার্ডলসে মাহবুবা ইকবাল বেলী, জাম্পে রফিকুল ইসলাম ও স্প্রিন্টে হাফিজুর রহমান।
×