ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবার প্রিয় সাবেক ফুটবল রেফারি নোমান আর নেই

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ জুন ২০১৭

সবার প্রিয় সাবেক ফুটবল রেফারি নোমান আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জন্মিলে মরিতে হইবে।’ এই অমোঘ নিয়তি খ-ানোর উপায় এ জগতের কারুরই নেই। মানুস মরণশীলÑ এটাই সত্য ও স্বাভাবিক। কিন্তু তারপরও কিছু মৃত্যু কিছুতেই মেনে নেয়া যায় না। এই যেমন হামিদুজ্জামান নোমানের অকালমৃত্যু। সাবেক ফুটবল রেফারি ও বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার হামিদুজ্জামান নোমান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, কিডনির জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবারই রাত ৮টায় মতিঝিলস্থ বাফুফে ভবন প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হামিদুজ্জামান নোমানের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সব কর্মকর্তা, সব স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সব কর্মকর্তা-কর্মচারী আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পুরো নাম হামিদুজ্জামান নোমান হলেও ক্রীড়াঙ্গনে তিনি সবার কাছে সুপরিচিত ছিলেন ‘নোমান’ নামেই। এক সময় ছিলেন ফুটবল রেফারি। পরে জীবিকার দায়ে চাকরি শুরু করেন বাফুফের প্রটোকল অফিসার হিসেবে। শুধু ফুটবল অঙ্গনেই নয়, তিনি পুরো ক্রীড়াঙ্গনেরই এক প্রিয় মুখ ছিলেন। সেই প্রিয় মুখ এখন থেকে আর দেখা যাবে না। তবে অমায়িক ব্যবহার, সদালাপী, বন্ধুবৎসল, মিশুক, পরোপকারী ... এসব গুণের কারণে নোমান সবার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
×