ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়নশিপ মিস করছেন ফ্রাঙ্কলিন

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ জুন ২০১৭

বিশ্বচ্যাম্পিয়নশিপ মিস করছেন ফ্রাঙ্কলিন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। কিন্তু দুর্ভাগ্য মিসি ফ্র্যাঙ্কলিনের। অলিম্পিকে পাঁচ স্বর্ণপদক জয়ী এবার আর বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না। মূলত ইনজুরির কারণেই এবারের আসরে দর্শকের ভূমিকায় দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা সাঁতারুকে। এ বছরের জানুয়ারিতে দুই কাঁধেই সার্জারি করতে হয় মিসি ফ্র্যাঙ্কলিনের। কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। অথচ আগামী ২৭ জুন বিশ্বচ্যাম্পিয়নশিপের দল নির্বাচনের জন্য মিটিংয়ে বসবে আমেরিকার নির্বাচক কমিটি। গত মাসেই ২২ বছরে পা রেখেছেন মিসি ফ্রাঙ্কলিন। কিন্তু এই সময়ের মধ্যেই বিশ্ব সাঁতারে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। বিশেষ করে লন্ডন অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করে গোটা বিশ্বকেই চমকে দেন তিনি। ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের সেই আসরে চারটি স্বর্ণপদক দখল করেন তিনি। সেবার ইংলিশদের গর্বের নগরী লন্ডনে ১০০ মিটার, ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ৪ গুণিতক ১০০ মিটার মিডলে এবং ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে ৪ গুণিতক ১০০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জপদকও জিতেন মিসি ফ্র্যাঙ্কলিন। কিন্তু আমেরিকান সাঁতারু রিও অলিম্পিকে তার ছিটেফোঁটাও উপহার দিতে পারেননি। ২০১৬ সালে ব্রাজিলের রাজধানীতে হয়ে যাওয়া অলিম্পিকে তার সেরা সাফল্য ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জয়। এর আগে ২০১৩ সালে বার্সিলোনায় অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপেও মিসি ফ্রাঙ্কলিনের পারফর্মেন্স ছিল নজরকাড়া। সেবার সাতটি স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু আমেরিকার সাঁতারের রানী মিসি ফ্রাঙ্কলিন যেন ক্রমেই নিষ্প্রভ হয়ে পড়ছেন। বিশেষ করে কাঁধের সার্জারি যেন আরও বেশি ভোগাচ্ছে মিসি ফ্রাঙ্কলিনকে। তারপরও চোট কাটিয়ে পুলে ফিরে নিজের ঝলক দেখাতে এখনও দারুণ আশাবাদী এই তারকা।
×