ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কনফেডারেশন্স কাপের পর্দা উঠছে

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ জুন ২০১৭

কনফেডারেশন্স কাপের পর্দা উঠছে

স্পোর্টস রিপোর্টার ॥ অপেক্ষার প্রহর শেষ। একদিন বাদেই শুরু হতে যাচ্ছে ফিফা কনফেডারেশন্স কাপ ফুটবল। অর্থাৎ শনিবার পর্দা উঠছে বিশ্বকাপের ড্রেস রিহার্সেল খ্যাত এই আসরের। ছয় অঞ্চলের চ্যাম্পিয়নসহ মোট আটটি দল ১০ম মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে। নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক দেশে আসরটি হয়ে থাকে ঠিক এক বছর আগে। এই হিসেবে এবারের আসরটি হচ্ছে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ায়। শনিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। পরেরদিন মিশন শুরু করবে বর্তমান ইউরো জয়ী পর্তুগাল। কাজানে শুরুর ম্যাচে পর্তুগীজদের প্রতিপক্ষ মেক্সিকো। এই আসরের জন্য সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে রেখে শক্তিশালী দল নিয়ে এসেছে পর্তুগাল। দলটির একটাই লক্ষ্য, প্রথমবারের মতো এই আসরের ট্রফি নিজেদের শোকেসে ভরা। রোনাল্ডো ট্রফি জয়ের জন্য উন্মুখ হয়ে আছেন। রিয়াল মাদ্রিদ তারকা আছেন তুখোড় ফর্মে। এ কারণে দারুণ ফর্মে থাকা রোনাল্ডোকে আটকাতে মরিয়া মেক্সিকো। অবশ্য শুধু সি আর সেভেনকে নিয়েই ভাবছে না কোচ হুয়ান কার্লোস ওসোরিওর দল। এই ম্যাচে পর্তুগাল স্বাভাবিকভাবে তাকিয়ে থাকবে সেরা তারকা রোনাল্ডোর দিকে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও দারুণ ছন্দে আছেন তিনি। সর্বশেষ পাঁচ ম্যাচে ১১ গোল করেছেন দেশের ইতিহাসের রেকর্ড গোলদাতা। তবে মেক্সিকো কোচ ওসোরিও এক রোনাল্ডোকে নিয়ে বেশি ভাবতে চান না। তিনি বলেন, ব্যক্তিগত পারফর্মেন্সের উপরে সম্মিলিত প্রচেষ্টা। এটা পরিষ্কার যে শুধু রোনাল্ডো নয়, ন্যানি, মার্টিন্স ও কারেসমা। তাদের উঁচুমানের বেশ কিছু খেলোয়াড় আছে। মেক্সিকো কোচ বলেন, আমরা রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই করতে আসিনি। আমরা পর্তুগীজ জাতীয় দলের বিরুদ্ধে খেলতে এসেছি। তবে রোনাল্ডোর প্রশংসা করে ওসোরিও বলেন, সে দুর্দান্ত একজন খেলোয়াড় হওয়ায় অবশ্যই তারজন্য আমাদের বিশেষ পরিকল্পনা থাকবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে রোনাল্ডোকে ঘিরেই ছক কষছে পর্তুগাল। রিয়াল মাদ্রিদ তারকাকে সামনে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগীজ কোচ ফার্নান্ডো সান্টোস। এক বছর আগে সি আর সেভেনে ভর করেই ইউরো জিতেছিল পর্তুগাল। শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল নিয়েই রাশিয়া এসেছে পর্তুগাল। ডিফেন্ডার পেপে, বার্নার্ডো সিলভা, ন্যানি, রিকার্ডো কারেসমা, জোয়াও মৌটিনহো, ব্রুনো আলভেজ, রুই প্যাট্রিসিওরা আছেন। পর্তুগীজ কোচ ফার্নান্ডো সান্টোস বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। ছেলেরাও মুখিয়ে আছে। আমার বিশ্বাস রোনাল্ডো নিজেও মুখিয়ে আছে। কারণ ইউরোর ফাইনালটা আমরা জিতলেও ওর জন্য ভাল হয়নি। ও এমন একজন খেলোয়াড় যে মাঠে খেলতে চায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে আসরে অংশ নিচ্ছে পর্তুগাল। আর দলটির সেরা তারকা ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথমবারের মতো এই ট্রফি জিততে মুখিয়ে আছেন। সাক্ষাতকারে সি আর সেভেন জানিয়েছেন, তার দেশ কনফেডারেশন্স কাপ জয়ের লক্ষ্যেই খেলবে। রোনাল্ডো বলেন, আমি এই ট্রফিটি (কনফেডারেশন্স কাপ) কখনই ছুঁয়ে দেখিনি। তবে আমি এটা জিততে চাই। আশাকরি পর্তুগাল আরও একবার ইতিহাস গড়ে এই শিরোপাটি জিতবে। সফলভাবে কনফেডারেশন্স কাপ আয়োজন করতে প্রস্তুত রাশিয়া। আয়োজক কমিটির সিইও এ্যালেক্সি সোরুকিন বলেন, ফিফা যখন আমাদের ওপর আস্থা রেখেছিল তখনই আমরা রোমাঞ্চিত হয়ে পড়ি। কেননা পূর্ব ইউরোপে এবারই প্রথমবারের মতো এ রকম কোন টুর্নামেন্ট হতে যাচ্ছে। গোটা বিশ্বের কাছে আমাদের দেশকে সবচেয়ে ভালভাবে উপস্থাপন করাটাও দারুণ সুযোগ হয়ে উঠেছে। এখানে অংশগ্রহণকারী অতিথিদের আমরা স্মরণীয় একটি টুর্নামেন্ট উপহার দিতে পারলেই খুশি হব। সত্যিকার অর্থে বিশ্বকাপ ও কনফেডালেশন্স কাপ আয়োজন করাটা যে কোন দেশের জন্যই চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়া প্রস্তুত। এ প্রসঙ্গে এ্যালেক্সি সোরুকিন বলেন, বিশ্বকাপের প্রস্তুতি এখনও চলছে। চার শহরে অনুষ্ঠিত হবে ফিফা কনফেডারেশন্স কাপ। এগুলো হলো মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান ও সোচি। সবকটি শহরই খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের গ্রহণ করতেও প্রস্তুত তারা।
×