ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৬:০০, ১৬ জুন ২০১৭

ঝলক

ডাকু বেজির খপ্পরে পর্যটক দুপুরের খাবার হাতে নিয়ে ঘুরছিলেন এক নারী পর্যটক। হঠাৎ এক ডাকাত বেজির হানা। নিমিষেই ওই নারীর হাত থেকে খাবার কেড়ে নিয়ে দে ছুট! সম্প্রতি কোস্টারিকায় এ ঘটনা ঘটে। ইউটিউবে পোস্ট করা একটি ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বেজি হঠাৎ একজন পর্যটক দলের মধ্যে ঢুকে পড়ে। দুজন নারী তাকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করলেও সে যেতে নারাজ। পর্যটকদের চারপাশে ঘুরতে ঘুরতে অকস্মাৎ বেজিটি এক নারী পর্যটকের ওপর হামলে তার হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নেয়। চোখের চারপাশের কালো দাগের জন্য স্থানীয় মানুষের কাছে এই বেজি ‘মুখোশ পরা ডাকাত’ হিসেবেও পরিচিত। ভিডিওতে দেখা যায়, খাবার ছিনিয়ে নেয়ার পর সবার সামনেই প্যাকেটটি ছিঁড়ে তাতে কী আছে বোঝার চেষ্টা করে এটি। এক পর্যটক মন্তব্য করেন, সে হয়ত প্রমাণ করতে চেয়েছে তার চুরি করে খেতে ভাল লাগে না। সে যা করে প্রকাশ্যেই করে। পরে এক পুরুষ পর্যটক তাকে তাড়ানোর চেষ্টা করলে সে একটি কলা মুখে নিয়ে পালিয়ে যায়। হিগিন্স নামে এক মার্কিন পর্যটক বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমার বেশ হাসি পাচ্ছিল। তবে আমি কোন নেতিবাচক উদ্দেশে হাসিনি। ওই নারীর জন্য আমার খারাপ লাগছে। বেচারি তার দুপুরের খাবার হারালো। কিন্তু এটা ছিল হাস্যকর পরিস্থিতি।—ইউপিআই অবলম্বনে। কুকুরের বাড়ি বিলাস! একটি ব্রিটিশ ডিজাইন কোম্পানি বিলাসবহুল বাড়ি বানায় কুকুরের জন্য, যা বিক্রি করা হয় লাখ লাখ ডলারে। ম্যানোরস নামের এক কুকুরের জন্য এমনই এক বাড়ি বানানো হয়েছে, যেখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, চিকিৎসাপত্র, টেলিভিশন এবং কনফারেন্সে কথা বলার ব্যবস্থা। প্রতিটি বাড়িতে রয়েছে দুটি করে রুম, একটি বসার ঘর এবং আরেকটি শোবার ঘর। রুমগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে গুণগতমান সম্পন্ন কাঠ, দামী মারবেল ও এ্যালুমিনিয়াম। চেসারভিত্তিক ডিজাইন কোম্পানি হেকট ভেরোনা প্রায় চার মাস সময় লেগেছে ক্রিশ্চিয়ান ভিলা, রোমান ইমপেরিয়াল ম্যানশন এবং স্প্যানিশ পালাসির কুকুরদের জন্য বাড়িগুলো তৈরি করতে। এই কুকুরগুলোর আকার, উচ্চতা অনুযায়ী জানালা রয়েছে। তাছাড়া তারা যেন ভেতর থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পায়, বাড়িগুলো সেভাবেই তৈরি করা হয়েছে। বাড়িগুলো ক্রয় করতে আপনাকে ৩০ হাজার ডলার থেকে প্রায় এক লাখ ৭০ হাজার ডলার গুনতে হবে। মিস উইলিয়াম নামে এক কুকুরপ্রেমী বলেন, কুকুর হলো আমাদের পরিবারের অংশ এবং তারাও তাদের নিজেদের বাড়ি আশা করে। এখন আমাদের উদ্দেশ্য হলো রাজকীয় এবং দেখতে ভাল এমন একটি বাড়ি তৈরি করা, যেটি বাগানে স্থাপন করলে দারুণ লাগবে। তিনি আরও বলেন, যারা কুকুর ক্রয় করেন, তাদের কুকুর সাধারণত বাড়ির ভেতরে থাকে। আমরা তাদের প্রিয় পোষা প্রাণীগুলোকে বাড়ির ভেতরে বাইরের চেয়ে বেশি আরাম দেয়ার জন্য কাজ করছি। তাহলে কুকুরগুলো বাইরেও বেশি সক্রিয় থাকবে। ডেইলি মেইল অবলম্বনে।
×