ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৪, ১৬ জুন ২০১৭

টুকরো খবর

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থল সাত মাথায় বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ (বারউপ) হবিগঞ্জে এক রবিদাসকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি করেছেন। সম্প্রতি হবিগঞ্জ জেলার সুতরাং বাজারে দুর্বৃত্তরা সুফিয়া রানী রবিদাসকে ধর্ষণের পর পিটিয়ে হত্যা করে। বারউপের বগুড়া জেলা শাখার সভাপতি তিলক রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বারউপের বগুড়া শাখার সাধারণ সম্পাদক বিমল রবিদাস, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বগুড়া শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড় শাখার সভাপতি দিলীপ কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন সিংহ, মানবাধিকার কর্মী কানিজ রেজা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা হোসেন ঠান্ডু, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সভাপতি নাদিম মাহমুদ, তারা রবিদাস, অনিমা উড়াও, ডলি রবিদাস, সন্ধ্যারানী রবিদাস প্রমুখ। ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৫ জুন ॥ বাইপাস সড়কের ঠিকাদারের অবহেলায় পটিয়া উপজেলার ভাটিখাইন স্ট্রিল ব্রিজ এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে বৃষ্টির পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও পূর্ব ভাটিখাইনে বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দাবি করে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ ও গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার সঞ্জয়, খোরশেদ আলম, এসএ আকাশ, রয়েল দত্ত ও মোঃ করিম প্রমুখ। বক্তরা বলেন, পটিয়া ইন্দ্রপোল-গিরিশ চৌধুরী বাজার পাঁচ কিলোমিটার বাইপাস সড়কের ঠিকাদারের সম্পূর্ণ অবহেলায় উপজেলার ভাটিখাইন এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে পুরো গ্রাম তলিয়ে গেছে। বেশ কয়েকটি মাটির ঘর ভেঙ্গে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন এলাকার কয়েক হাজার নারী-পুরুষ। জামায়াতের ১৩ নেতাকর্মী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালা উপজেলায় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে মহিলা জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী জামায়াত নেত্রী রাহাতুন সুলতানার বাড়িতে চলমান বৈঠক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÑ উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম, সেক্রেটারি সুফিয়া বেগম, দফতর সম্পাদক রাহাতুন সুলতানা, আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, মাছুরা বেগম, শেফালী বেগম, মারুফা খাতুন, মরিয়ম খাতুন, শিরিনা বেগম, ডলি সুলতানা, নুর হাজান খাতুন ও রওশানারা বেগম। তিন দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৫ জুন ॥ কালকিনিতে ৩টি দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে করে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি। বৃহস্পতিবার ভোরে এ ঘটনাটি ঘটে। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হলো তা এখনও জানা যায়নি। বাজারের ব্যবসায়ীরা জানায়, উপজেলার ডাসার থানার নতুন ভবনের সামনে, নতুন বাজারে রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে ব্যবসায়ী ও গ্রামবাসীরা ছুটে এসে ১ ঘণ্টাব্যাপী প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদাবাজি ॥ এসআই ক্লোজড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ থানার এসআই মাজাহারুল ইসলামের সোর্স পরিচয়ে প্রবাসীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি ও হামলার ঘটনায় মামলা দায়েরসহ কথিত সোর্সকে গ্রেফতার করেও শেষরক্ষা মেলেনি। বুধবার রাতে জেলা পুলিশ সুপার থানার এসআই মাজাহারুল ইসলামকে পুলিশ লাইনসে ক্লোজ করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী মডেল থানার। সূত্র মতে, গৌরনদীর দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের সৌদিপ্রবাসী সৈয়দ চুন্নুর কাছে অতিসম্প্রতি পুলিশের সোর্স পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে একই গ্রামের লতিফ ব্যাপারী। চাঁদা না দেয়ায় গত সোমবার সন্ধ্যায় লতিফ ব্যাপারী ও তার সহযোগীরা প্রবাসীর ওপর হামলা চালিয়ে আহত করে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় চুন্নুর ভাবি রিমা রহমান বাদী হয়ে লতিফ ব্যাপারীসহ ১০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। জনসচেতনতায় লিফলেট বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জনসচেতনতায় রাজশাহী মহানগনরীতে লিফলেট বিতরণ করেছে মহানগর পুলিশ (আরএমপি)। মাহে রমজান ও ঈদ সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পালিত হয়। বেলা ১১টা থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, নিউমার্কেট ও বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণ করেন নগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। দুপুর ১২টা পর্যন্ত জনসাধারণের মাঝে বিতরণ করা হয় এসব লিফলেট। এ সময় নগর উপকমিশনার (পূর্ব) আমির জাফর, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতেখায়ের আলমসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নগর পুলিশপ্রধান রমজানের পবিত্রতা রক্ষায় নগরবাসীর প্রতি আহ্বান জানান। সিলেটে ডাকাতি স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ শহরের আখালিয়া নতুন বাজার বটপাড়া সবুজ বাগিচা এলাকায় বুধবার গভীর রাতে ডাকাতি হয়েছে। সি-ব্লকের ১৩ নম্বর বাসার বাসিন্দা মনোজ কান্তি দত্তের বাসায় এই ডাকাতি হয়। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে দেয়। অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ৫ থেকে ৬ ভরি স্বর্ণ, দশহাজার টাকা, ২টি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। নওগাঁয় রহস্যজনক চুরি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ বুধবার রাতে সাপাহার বাজারে একটি গার্মেন্টস ও একটি সোনার দোকানে চুরি হয়েছে। চোররা ১২০ভরি সোনা, টাকা, কাপড়চোপড়সহ ৭০লাখ টাকার মাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর মেইন বাজারের গিয়াস মার্কেটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় দোকান মালিকরা সন্ধ্যায় তাদের দোকান বন্ধ করে নিজ নিজ বাসায় চলে যায়। গোটা বাজারে ২০ নাইটগার্ড ও পুলিশী টহল থাকার পরও রহস্যজনকভাবে গভীর রাতে চোরের দল প্রথম ওই মার্কেটের আলম ভ্যারাইটি স্টোরের সাটারিং ফাঁক করে দোকানে ঢুকে মুক্তা জুয়েলার্সের দেয়াল ফুটো করে জুয়েলার্সের দোকানে প্রবেশ করে। সেখান থেকে তারা ড্রয়ার ও দুটি সিন্দুক ভেঙ্গে সিন্দুকে থাকা ২৫হাজার টাকা, সিন্দুক ও শোকেস থেকে গ্রাহকদেরসহ অনুমান ১২০ভরি সোনার গহনাসহ মোট ৬০ লাখ ২৫হাজার টাকা নিয়ে যায়। খাদ্যগুদামে গম ক্রয়ে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ ধামইরহাটে সরকারী খাদ্য গুদামে গম বিক্রি করতে গেলে প্রতিটনে উৎকোচ দিতে হয় দেড় হাজার টাকা। টাকা না দিলে হয়রানি পোহাতে হয়। এমন অভিযোগ স্থানীয় কৃষকদের। এমন কি সরকারীভাবে ধান-চাল সংগ্রহের ক্ষেত্রেও ওসি এলএসডি ঘুষ ছাড়া কিছু গ্রহণ করেন না বলে বিস্তর অভিযোগ রয়েছে। উপজেলার ছিলিমপুর গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, ‘রাঙ্গামাটি সরকারী খাদ্য গুদামে কয়েকদিন আগে গম দিয়ে প্রতি টন গমে উৎকোচ হিসেবে দেড় হাজার টাকা না দেয়ায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আবুল কালাম আজাদ ব্যাংকে সার্টিফিকেট পাঠাচ্ছেন না। ফলে আমরাও টাকা পাচ্ছি না। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছি।’ আরও কয়েকজন কৃষক একই অভিযোগ করেন। রাঙ্গামাটি ও আগ্রাদ্বিগুণসহ ২টি খাদ্য গুদামের দায়িত্বে থাকা ওসি এলএসডি আবুল কালাম আজাদের কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। রোজার মাস, তিনি খুব ব্যস্ত বলে ফোন কেটে দেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা বলেন, উৎকোচের বিষয়টি তার জানা নেই। তবে আমি ওসিএলএসডির সঙ্গে কথা বলেছিল উনি অবিলম্বে সব কাগজ ব্যাংকে পাাঠিয়ে দিবেন, সবাই টাকা পাবেন।’ উৎকোচ নিয়ে সরকারী গম ক্রয়ের বিষয়ে তদন্ত পূর্বক উক্ত কর্মকর্তার শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিচ্ছে টিটিটিআই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) সামরিক ও বেসামরিক নারী-পুরুষকে বিনা টিউশন ফিতে প্রশিক্ষণ, ভাতা ও চাকরির সংস্থান করে দিচ্ছে। বুধবার ১৬তম সেশনের কোর্স সম্পন্নকারীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর ইকবাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এসব কথা বলেন। এ সময় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিটিটিআইয়ের অধ্যক্ষ লে.কর্নেল আছয়াদুর রহমান। অধ্যক্ষ আছয়াদুর রহমান জানান, ২০০৯সালের ১জুন টিটিটিআই যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ট্রেড কোর্সে ৩৫৮৫ সামরিক ও ৪৩৭০ বেসামরিক শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলেছে । বিশ^ব্যাংকের অনুদানে প্রতিষ্ঠানটি গরিব ও মেধাবী নারী ও পুরুষ শিক্ষার্থীকে বিনা টিউশন ফিতে প্রশিক্ষণ ও মাসিক ৭০০টাকা করে বৃত্তি দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের দেশ-বিদেশে চাকরির সংস্থানও করে দেয়া হয়েছে। ৩০ লাখ টাকার চেক বিতরণ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ উন্নয়নের ৩০ লাখ টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়। পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রকল্প সভাপতিদের হাতে বরাদ্দের চেক হস্তান্তর করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দ থেকে ২০১৬-১৭ অর্থবছরে জেলার ৩০টি মসজিদ, ঈদগাহ, স্কুল, মাদ্রাসা ও কলেজের অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদ এই ৩০ লাখ টাকা বরাদ্দ করে। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। রাজশাহী ওয়াসাকে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিতের দাবিতে রাজশাহী ওয়াসাকে স্মারকলিপি দিয়েছে নাগরিক সমন্বয় কমিটি। বৃহস্পতিবার দুপুরে ওয়াসা কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী নগরীতে বিশুদ্ধ পানির সঙ্কট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওয়াসার সরবরাহ করা পাইপ লাইনের পানি খাওয়া বা রান্নার কাজে ব্যবহার করা যায় না। পাইপ অনেক পুরনো হওয়ায় ভেতর শ্যাওলা জমে, কেঁচো, পোকা-মাকড় বাসা বেঁধেছে। এই পরিস্থিতিতে খাওয়ার পানির একমাত্র অবলম্বন টিউবওয়েল। এগুলোতেও ঠিকমত পানি মেলে না। নলকূপের স্বল্পতার কারণে খাওয়ার পানির জন্য লাইন ধরতে হয়। এ অবস্থায় নগরীতে পর্যাপ্ত ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট বসিয়ে নতুন পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এ অবস্থায় নগরীর ৩০টি ওয়ার্ডে জরুরী ভিত্তিতে কমপক্ষে ৩ হাজার টিউবওয়েল বসিয়ে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আজাহার আলী খুব শীঘ্রই পদ্মা ও মহানন্দার পানি শোধন করে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহের আশ^াস দেন। আগামী তিন বছরের মধ্যে নগরবাসী বিশুদ্ধ খাবার পানি পাবেন বলেও জানান তিনি। এ সময় নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ সামসুদ্দিন, সদস্য সচিব সেকেন্দার আলী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, মুস্তাফিজুর রহমান খান, পূজা উদ্যাপন পরিষদের রাজশাহী শাখার সভাপতি বিমল কুমার সরকার। সাধারণ ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক ফরহাদ মামুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সিরাজদিখানে পিতলের মূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে একটি পুকুর থেকে পিতলের শিব মূর্তি পাওয়া গেছে। এটির ওজন ১শ’ ৩৪ গ্রাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের চিকনাসার গ্রামের একটি পুকুর থেকে এ মূর্তি পাওয়া যায় । জানা গেছে, উপজেলার চিকনাসার গ্রামের অনিল ম-লের মেয়ে মিথীলা ম-ল ও সঞ্জিদ দাসের মেয়ে সঞ্চিতা দাস পুকুরে গোসল করার সময় তারা মূর্তিটি পায় । এলাকাবাসী বয়রাগাদী ইউপি পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন গাজীর কাছে জমা দিলে চেয়ারম্যান ওই মূর্তিটি থানায় হস্তান্তর করেন ।
×