ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কটিয়াদীতে অটোরিক্সা টমটম সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৪:২৪, ১৬ জুন ২০১৭

কটিয়াদীতে অটোরিক্সা টমটম সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ জুন ॥ কটিয়াদীতে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিক্সা ও টমটমের সংঘর্ষে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার আচমিতা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা যাত্রী নিয়ে কটিয়াদী উপজেলায় যাচ্ছিল। পথে আচমিতা মধ্যপাড়া এলাকায় অটোরিক্সাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাকুন্দিয়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুল আজিজ (৮০) ও টমটম চালক খোকন মিয়াকে (৪০) হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়া গুরুতর আহতরা হচ্ছেন-কটিয়াদীর চরিয়াকোনার বিল্লাল মিয়া (২২), পশ্চিমপাড়ার ওয়াহিদ মিয়া (৩৫), বানিয়াগ্রামের সুরাইয়া (৩৫) ও এমরান মিয়া (১৪), পাকুন্দিয়ার অটোচালক শাজাহান (৪৫)। তাদের মধ্যে বিল্লাল মিয়া, সুরাইয়া ও এমরান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামে ভ্যানের ধাক্কায় বৃদ্ধা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর হালিশহর থানার বড়পুল মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম আনিকা চক্রবর্তী (৬৩)। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পতিত হন এই নারী। একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার রাসেল চক্রবর্তীর স্ত্রী। ঠাকুরগাঁও থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ জুন ॥‘দাবি মোদের একটাই ঠাকুরগাঁও থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চাই’ এ সেøাগানকে সামনে রেখে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নাগরিক অধিকার আন্দোলন ঠাকুরগাঁও কমিটির উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে মানববন্ধন, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করা হয়। পরে তারা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের হাতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ কর্মসূচীতে ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী ছাড়াও সকল পেশার লোকজন অংশ নেন। এসময় দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। শিক্ষা বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের ১১৬ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এতে প্রধান অতিথি এবং জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা. এসপি মিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ এস.এম মনোয়ার হোসেন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে প্রায় ৮ লাখ ২৬ হাজার টাকার আর্থিক অুনদানের চেক তুলে দেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ প্রমুখ বক্তব্য দেন। দুর্নীতি না করার শপথ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৫ জুন ॥ বৃহস্পতিবার কেশবপুরের শিক্ষার্থীরা দুর্নীতি না করার শপথ নিয়েছে। শহরের আবু শারাফ সাদেক অডিটরিয়ামে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বক্তৃতা প্রতিযোগিতা, শপথবাক্য পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহিদ হোসেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক সুপ্রভাত বসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন।
×