ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ॥ আটক ১

প্রকাশিত: ০৪:২৩, ১৬ জুন ২০১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ॥ আটক ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ জুন ॥ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে ব্যঙ্গ ও আপত্তিকর পোস্ট করায় রায়হান নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান চৌধুরী ওই উপজেলার বাখরনগর গ্রামের আবু তৈয়ব চৌধুরীর ছেলে। জানা যায়, বাখরনগর গ্রামের রায়হান চৌধুরী দীর্ঘদিন যাবত ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা কটূক্তি ও ব্যঙ্গ ছবি পোস্ট করে আসছে। বৃহস্পতিবার সে তার ফেসবুক আইডিতে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লীল ও কুরুচীপূর্ণ বক্তব্য পোস্ট করলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে বিকেলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তাদের ওপর চড়াও হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জাতীয় স্মৃতিসৌধে ভুটানের দুদক চেয়ারম্যানের শ্রদ্ধা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জুন ॥ এদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত ভুটানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিনলে ইয়াং জুম। বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে ঢাকা থেকে সড়ক পথে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। এরপর তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে একটি ‘পারিজাত’ গাছের চারা রোপণ করেন। এ সময় কিনলে ইয়াং জুম বলেন, আমি স্মৃতিসৌধে এসেছি ১৯৭১ সালে যারা দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এখানে অনেক আগে আসার ইচ্ছে ছিল আমার। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো- এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করছি, বাংলাদেশে এলে আবারও আমি স্মৃতিসৌধে আসব। এ সময় ভুটানের দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দুদকের মহাপরিচালক ড. সামছুল আরেফিন, ঢাকা বিভাগীয় কমিশনার নাসিম আনোয়ার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রমুখ। প্রতিবাদ গত ১০ জুন দৈনিক জনকণ্ঠে “প্রবাসীর স্ত্রী তিন সন্তানসহ নিখোঁজ॥ উদ্ধারের আকুতি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফখরুল ইসলামের আত্মীয় আব্দুল আলিম। ওই সংবাদকে তিনি অসত্য, মনগড়া ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। প্রকৃত সত্য হচ্ছে, সৌদি প্রবাসী মহসিন সিকদারের স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ হয়নি। স্বামীর ওপর অভিমান করে তার স্ত্রী প্রথমে তার বাবারবাড়ি এবং পরে তার বোনের বাড়িতে অবস্থান করেন। গত ১৩ জুন গাজীপুর জেলার তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদারের উপস্থিতিতে এ বিষয়ে আপোসনামা হয়।
×