ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:২৩, ১৬ জুন ২০১৭

বরিশালে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের এক স্কুলছাত্রীকে অব্যাহত যৌন হয়রানির প্রতিবাদ করায় আব্দুল খালেক হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে আটটায় ওই গ্রামের চাঁদেরহাট বাজার এলাকায়। নিহত বৃদ্ধ আব্দুল খালেক পেশায় রিক্সাচালক। জানা গেছে, আব্দুল খালেকের শ্যালকের মেয়ে সুবর্ণা চরহোগলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। তার (সূবর্ণা) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করে একই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের পুত্র ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তুষার। বিষয়টি আব্দুল খালেক হাওলাদারের চোখে পড়লে তিনি তুষারকে সতর্ক করে তার পরিবারের কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে চাঁদেরহাট বাজারে যাওয়ার পথে তুষার তার ৭/৮ সহযোগী নিয়ে বৃদ্ধ খালেককে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু স্টাফ রিপোর্টর, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বন্ধুর ছুরিকাঘাতে রাতুল (১৬) নামে আরেক বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় পৌরশহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাতুল পৈৗরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার আজিম মিয়ার ছেলে। সে স্থানীয় গ্যাস ফিল্ডস্ স্কুল এ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় সাইফুল নামে রাতুলের অপর বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আশা নামে এক কিশোরীর ছবি সংক্রান্ত বিষয় নিয়ে পৌরশহরের কান্দিপাড়া এলাকার সৌরভ নামে এক কিশোরের সঙ্গে রাতুল ও সাইফুলের বিরোধ চলছিল। রাতে সৌরভ কথা বলার জন্য রাতুল ও সাইফুলকে পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ডেকে আনে। সেখানে সৌরভের সঙ্গে তার কয়েক সহযোগীও ছিল। এসময় সৌরভের সঙ্গে রাতুল ও সাইফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৌরভ ও তার সহযোগীরা রাতুল ও সাইফুলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাতুল ও সাইফুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। এদিকে সরাইলে নিখোঁজের ৪ দিন পর জয়নাল মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের পুত্র। নিহতের চাচাত ভাই আনিছ মিয়া জানান, ১১ জুন সন্ধ্যায় পানিশ্বর বাজার ে থেকে শাখাইতি গ্রামের কালন ও ফাইজুর নামে দু’যুবক জেলা সদরের নন্দনপুর যাবার কথা বলে জয়নালের অটোরিকশাটি রিজার্ভ করে। এরপর থেকে আর সে বাড়ি ফেরেনি। মুন্সীগঞ্জে হাসপাতালের ছাদে বৃদ্ধের লাশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নিখোঁজ বৃদ্ধের মরদেহ হাসপাতালের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজের চারদিন পর বৃহস্পতিবার সকালে এই মরদেহটি উদ্ধার হয়। নিখোঁজের ভাতিজা মিজান বেপারি জানান, হাজি রফিক বেপারি (৭০) চিকিৎসার জন্য ৬ জুন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়। জেলার সরকারী প্রধান এই হাসপাতালের ২য় তলায় পুরুষ ওয়ার্ডে ১নং বেডে ভর্তি ছিলেন। রবিবার ভোর ৪টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাদে তার মরদেহ পড়ে আছে। হাসপাতালের ছাদের যে জায়গায় পাওয়া যায়, তার পক্ষে একা সেখানে যাওয়া সম্ভব ছিল না। বাগেরহাটে ভ্যানচালকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, চিতলমারীতে মোবাইলের সিমকার্ড চুরির অপবাদে নির্যাতনের শিকার আসাদুল হাওলাদার নামে এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খাসেরহাট বাজারের এক ডেকোরেশন ব্যবসায়ী মোবাইলের মেমোরি কার্ড চুরির ঘটনাকে কেন্দ্র করে আসাদুলকে কতিপয় যুবক ৩০মে বেপরোয়া মারপিট করে। এরপর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে।
×