ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে দুই বার বিয়ে দিয়ে ফেঁসে গেলেন বাবা

প্রকাশিত: ০৪:২২, ১৬ জুন ২০১৭

স্কুলছাত্রীকে দুই বার বিয়ে দিয়ে ফেঁসে গেলেন বাবা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৫ জুন ॥ ‘দুই বর, এক কনে’ বাল্যবিয়ে দিয়ে ফেঁসে গেলেন বাবা হাবিব শিকদার। বৃহস্পতিবার মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার মুচলেকা দিয়ে পুলিশের কাছ থেকে মুক্তি পেয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার তালতলী উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বাবা হাবিব শিকদার কড়াইবাড়িয়া গ্রামের কাদের ঘরামীর ছেলে হাসান ঘরামীর সঙ্গে তিন মাস আগে কাবিন ছাড়া গোপনে বিয়ে দেয়। কিছুদিন পরে প্রথম বিয়ের ঘটনা গোপন রেখে কনের বাবা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের মান্নান হাওলাদারের ছেলে ছগির হাওলাদারের সঙ্গে এক মাস আগে দ্বিতীয় বিয়ে দেয়। এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। বুধবার রাতে কনের বাড়িতে দুই বর পক্ষের লোকজন নববধূকে নিতে আসেন। বধূকে নেয়াকে কেন্দ্র করে উভয় বর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বাড়ি থেকে কনে ছিনিয়ে নেয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে তালতলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কনে, কনের বাবা হাবিব শিকদার, দ্বিতীয় বর পক্ষের বরের ভাই প্রিন্স হাওলাদার ও ভগ্নিপতি আউয়াল মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পুলিশ মেয়ের বাবার কাছ থেকে মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার মুশলেকা রেখে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুন্দরবনে দুই বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে যৌথবাহিনীর অভিযানে বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক তিনটি কাটা রাইফেল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর পশুর খাল থেকে তাদেরে আটক করা হয়। আটককৃতরা হলেনÑ রবিউল বাহিনীর সদস্য গোলাম রসুল ও মনিরুল ইসলাম। সুন্দরবনের পশুর খালে রবিউল বাহিনীর সদস্যার অবস্থান করছে সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। সেখান থেকে যৌথবাহিনীর সদস্যরা দুই বনদস্যুকে ও অস্ত্র গুলি উদ্ধার করে। তাদেরে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে সভা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটের বেতাগায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা বৃহস্পতিবার ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাজার বণিক সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা শেখর রঞ্জন দাশ। বক্তৃতা করেন, স্যানেটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, বণিক সমিতির সম্পাদক তরুণ দাশ, মহিলা সদস্য কামরুন নাহার নীপা, নির্মলেন্দু দেবনাথ, এসএম দাউদ আলী, আলমগীর শেখ প্রমুখ। এ সময় বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের মালিক শ্রমিক, বাজার বণিক সমিতির কর্মকর্তা, সদস্য ও মাংস বিক্রেতাগণে উপস্থিত ছিলেন। এতিম শিশুদের পোশাক বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ঈদ-উল-ফিতর উপলক্ষে ১শ’ এতিম শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। প্যারি-মোরেলগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ২টায় এই পোশাক বিতরণ করা হয়। পোশাক বিতরণ উপলক্ষে কারিমিয়া মোহসিনিয়া কওমী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মোরেলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মশিউর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, তালুকদার নেছার উদ্দিন বাদশা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন রুমি, সাংবাদিক মইনুল ইসলাম ও গণেশ পাল।
×