ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ১৫ জামায়াত-শিবির কর্মী জেলহাজতে

প্রকাশিত: ০৪:২২, ১৬ জুন ২০১৭

দিনাজপুরে ১৫ জামায়াত-শিবির কর্মী জেলহাজতে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে নাশকতার মামলায় ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই মামলায় পালিয়ে থাকা ১৫ জামায়াত-শিবির নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোঃ আয়েজউদ্দীন তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিকেলে ১৫ জামায়াত-শিবির নেতাকর্মী মোমিনুল ইসলাম (৩৫), হারেজ আলী (৪০), আব্দুস সোবহান (৪৮), লোকমান হোসেন (৪২), শামসুল ইসলাম (৩৮), খয়ের আলী (৩৫), সাহেব আলী (৪০), জিয়াউল হক (২৫), ফারুক হোসেন (২৭), নবাব আলী (৪০), জাফর আলী (৪৫), সৈকত হোসেন (২৪), মোনারুল হক (৩০), মোহন কবির (২৭) ও জুলহাস হাবিবকে (২৫) পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়। জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাকে নাশকতার লক্ষ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা অগ্নিসংযোগ করলে ট্রাকের ধান পুড়ে ভষ্মীভূত হয়। এই ঘটনায় ট্রাক চালক দুলাল চন্দ্র রায় বাদী হয়ে খানসামা থানায় সন্ত্রাস প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতাউর রহমান মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ৩৭ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। কক্সবাজারে দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদরের চৌফলদ-ী পশ্চিম হিন্দুপাড়ায় বসতঘরের মাটির দেয়ালচাপায় ভক্তিরানী দে (১৬) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ভক্তিরানী দে স্থানীয় নুনুরাম দের মেয়ে। সে সাগরমনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। সূত্র জানায়, ভক্তিরানী দে প্রতিদিনের ন্যায় তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী ঝন্টু দের বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, নিহতের পরিবারকে তাৎক্ষণিক স্কুল তহবিল থেকে ৩ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
×