ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বালুখেকোদের দখলে বংশাই ও ঝিনাই নদী ॥ ভাঙ্গন

প্রকাশিত: ০৪:২১, ১৬ জুন ২০১৭

বালুখেকোদের দখলে বংশাই ও ঝিনাই নদী ॥ ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৫ জুন ॥ বাসাইল উপজেলার বংশাই ও ঝিনাই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। নদীতে বালু ওঠানোয় তীরবর্তী স্কুল, আবাদি জমি এবং বাড়িঘর নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা যায়, উপজেলার কাউলজানী, কাঞ্চনপুর ও কাশিল ইউনিয়ন দিয়ে প্রবাহিত বংশাই ও ঝিনাই নদী। এ দুটি নদীতে বিভিন্ন এলাকার প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রায় ১৫টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। অভিযোগ উঠেছে, নদীতে ভাসমান চরাট বানিয়ে ড্রেজার মেশিন দিয়ে পাইপের মাধ্যমে গভীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীপাড়ে ভাঙ্গন শুরু হয়েছে। আশপাশের স্কুল, আবাদি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। উপজেলার কাউলজানীতে বংশাই নদীর ডুমনীবাড়ি বাজার সংলগ্ন অংশে মামুন মালিকানাধীন ড্রেজার, শুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন অংশে কুমুর উদ্দিন, শুন্যা দক্ষিণপাড়া এলাকায় শাহীন, শুন্যা ঘোনাবাড়ি এলাকায় মিঠু, শুন্যা পূর্বপাড়া ও ইশ্বরগঞ্জ বাজার সংলগ্ন অংশে মান্নান মেম্বার, নাইকানীবাড়ি এলাকায় জামিল, হাবলা বিলপাড়া বাজার থেকে কাঞ্চনপুর কাজিরাপাড়া ব্রিজ পর্যন্ত শাহীন, শামীম, জাকির ও বিশু, কাঠালতলী এলাকায় আমিনুর মেম্বারের মালিকানাধীনসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালী মহল প্রায় ১৫টি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে তাদের পরিবেশ বিপর্যয় থেকে বাঁচাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার জানান, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাতকড়াসহ আসামির পলায়ন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ জুন ॥ পাটগ্রাম উপজেলার মাদক বিক্রেতা লিটন পুলিশের হাত কড়াসহ পালিয়ে গেছে। জানা গেছে, বুধবার রাতে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে মাদকদ্রব্যসহ লিটনকে আটক করে। পুলিশ লিটনকে হাতকড়া পড়ায়। এই সময় লিটনের মা তাহিরন বেওয়া ও কলেজ পড়ুয়া বোন নাহিরন আক্তার (১৮) পুলিশকে জাপটে ধরে লিটনকে পালাতে সহায়তা করে। পরে পুলিশ তার মা ও বোনকে আটক করে আদালতে সোপর্দ করে।
×