ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় মুশফিকের পিতার জামিন

প্রকাশিত: ০৪:১৯, ১৬ জুন ২০১৭

হত্যা মামলায় মুশফিকের পিতার জামিন

স্টাফ রিপোর্টার ॥ বগুড়ার মাটিডালী এস ও এস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্র্ট। তবে ৮ সপ্তাহ শেষে মাহবুব হামিদ তারাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ চলতি মাসের ৫ জুন তাকে জামিন দিলেও বিষয়টি জানা যায় বৃহস্পতিবার। আদালতে মাহবুব হামিদ তারার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জাহিদুল বারি। তার সঙ্গে ছিলেন নাজমুন নাহার বিউটি ও এমদাদুল হক শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম। এ্যাডভোকেট জাহিদুল বারি জানিয়েছেন, জামিনের মেয়াদ আট সপ্তাহ শেষে বিচারিক আদালতে মাহবুব হামিদকে আত্মসমর্পণ করতে হবে। গত ১৩ মে রাতে বগুড়া শহরের মাটিডালী হাজীপাড়া এলাকায় এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদৌসকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকা-ের ৭২ ঘণ্টা পর মুশফিকের বাবা চাচাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ। এই হত্যা মামলায় মাহবুব হামিদ তারা এবং তার ছোট ভাই মেজবাহুল হামিদ ছাড়া মামলার অন্য আসামিরা হলেনÑ লাল মিয়া, মোঃ খায়রুল, আল আমিন হেলাল, মোঃ ছামছুল, মোঃ তারাজুল, মোঃ নাইম, মোঃ অনিক, মোঃ নাহিদ, কাঞ্চন, মোঃ ফয়সাল, মোঃ শাকিল, মোঃ সাকিব, মোঃ বিটুল, আল মামুন।
×