ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধ্য আয়ের দেশ গড়তে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ অপরিহার্য ॥ চিটাগাং চেম্বার

প্রকাশিত: ০৪:১৬, ১৬ জুন ২০১৭

মধ্য আয়ের দেশ গড়তে চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ অপরিহার্য ॥ চিটাগাং চেম্বার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে বে-টার্মিনাল নির্মাণসহ বন্দরের সম্প্রসারণ অপরিহার্য। চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা খুবই জরুরী। বৃহস্পতিবার বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদের সঙ্গে মত বিনিময়কালে এ অভিমত রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নকে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে না দেখে জাতীয় স্বার্থে দেখা উচিত। বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ চেম্বার সভাপতির কাছে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে সংগঠনটির বিভিন্ন প্রস্তাবনা সম্পর্কে অবহিত করেন। পর্ষদের সভাপতি এসএম সিরাজুদ্দৌলা যে প্রস্তাবনা হস্তান্তর করেন তার অনেকগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অসম্পন্ন প্রস্তাবনাসমূহ শীঘ্রই বাস্তবায়নে চেম্বার সভাপতির সহায়তা কামনা করেন। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এ লক্ষ্যে অতি সত্বর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়ন করা বিশেষভাবে জরুরী। তিনি বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদ উত্থাপিত বিদ্যমান প্রস্তাবনাসমূহের সঙ্গে বে-টার্মিনাল নির্মাণ, বন্দরের সম্প্রসারণ, অস্থায়ী জেটি নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ সড়ক ও রেল যোগাযোগের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার বিষয়টি সংযুক্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাসও ব্যক্ত করেন। এ সময় চেম্বার পরিচালক মাহবুবুল হক চৌধুরী বাবরসহ পর্ষদের সহ-সভাপতি কাজী গোলাপ রহমান, মহাসচিব সালেহ আহমেদ সুলেমান, অতিরিক্ত মহাসচিব রেখা আলম ও যুগ্ম সচিব কুতুব উদ্দিন বক্তব্য রাখেন। অকারণে দর বাড়ছে শাইনপুকুর সিরামিকের অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ায়ের দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ১৪ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
×