ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বাজারেই সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:১৬, ১৬ জুন ২০১৭

দুই বাজারেই সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্যসূচকের উর্ধমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে উভয় বাজারেই চাহিদার শীর্ষে ছিল স্বল্প মূলধনী কোম্পানি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৫৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ১০ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০, কমেছে ১১৯ এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, নূরানী ডাইং, সাইফ পাওয়ারটেক, আর্গন ডেনিম, বিডিকম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিক ও ইউসিবি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল টি, নূরানী ডাইং, নদার্ন জুট, সোনালি আঁশ, ফাইন ফুড, এপেক্স ফুড, তাকাফুল ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিক ও মুন্নু জুট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ফার্স্ট ফাইন্যান্স, সাউথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, প্রগেসিভ লাইফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিক ও মিথুন নিটিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ কোম্পানির শেয়ার ও মিউয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫, কমেছে ১০২ এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, এ্যাপোলো ইস্পাত, নাভানা সিএনজি, সামিট পাওয়ার, নূরানী ডাইং, মবিল যমুনা বিডি, সাইফ পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
×