ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গুলি করে বাংলাদেশীকে হত্যা

প্রকাশিত: ০৮:৪২, ১৫ জুন ২০১৭

যুক্তরাষ্ট্রে গুলি করে বাংলাদেশীকে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন এক বাংলাদেশী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার ‘বুকে বন্দুক ঠেকিয়ে’ গুলি করা হয়েছিল। নিহত মোস্তাফিজুর রহমানের (৪৮) বাড়ি জামালপুর জেলায়। ডাইভারসিটি ভিসা- ডিভি লটারিতে জয়ী হয়ে দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ ২০১০ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড সিটিতে সদ্য কেনা বাসার ড্রাইভওয়েতে স্থানীয় সময় সোমবার ভোর ৫টায় মুস্তাফিজের রক্তাক্ত লাশ দেখতে পান তার স্ত্রী। তৎক্ষণাৎ তিনি পুলিশে খবর দিলে এ্যাম্বুলেন্সসহ এসে তারা মোস্তাফিজকে হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানান মোস্তাফিজের বন্ধু কামরুল ইসলাম শিপন। তিনি বলেন, মোস্তাফিজের বাম বুকে আটটি গুলি পেয়েছেন চিকিৎসকরা; তার বুকে বন্দুক ঠেকিয়ে পরপর আটবার গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটি থেকে ১৮০ কিলোমিটার দূরে বেকার্সফিল্ড সিটি। সম্প্রতি সেখানে বাড়ি কেনার পর মাসখানেক আগে পরিবার নিয়ে মোস্তাফিজ সেখানে উঠেছিলেন জানিয়ে শিপন বলেন, এ উপলক্ষে সোমবারই ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গিয়ে প্রথম লসএঞ্জেলসে উঠেছিলেন এই বাংলাদেশী, যিনি সেখানে যাওয়ার আগে বাংলাদেশে এ্যাকমি ল্যাবরেটরিজের আঞ্চলিক ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
×