ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষিকাকে মারতে তেড়ে এলেন একই ইনস্টিটিউটের এক শিক্ষক!

প্রকাশিত: ০৮:৩৭, ১৫ জুন ২০১৭

ঢাবি শিক্ষিকাকে মারতে তেড়ে এলেন একই ইনস্টিটিউটের এক শিক্ষক!

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তানিয়া রহমানের প্রতি অশালীন ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে একই ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদের বিরদ্ধে। পরিচালকের প্রতি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় সম্বোধন করে হাত তুলে মারমুখী ভঙ্গিতে তেড়ে যাওয়ার অভিযোগ অধ্যাপক সামাদের বিরুদ্ধে। এই ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের নিকট লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক। বুধবার অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। তবে অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। অভিযোগপত্রে তানিয়া রহমান উল্লেখ করেন, ইনস্টিটিউটের সিএন্ডডি কমিটির সভা শেষে অধ্যাপক সামাদ আমাকে নানান ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। কোন সংশ্লিষ্টতা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে তিনি অমার্জিত, অশালীন ও অশ্রাব্য শব্দ চয়নসহ বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ সংবলিত বাক্য উচ্চারণ করেন। তিনি (অধ্যাপক সামাদ) যে অশালীন শব্দ চয়ন ও বাক্য ব্যবহার করেছেন তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিকট থেকে অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য। তার এ ধরনের আচরণে আমি মানসিকভাবে বিপর্যস্ত, মর্মাহত ও ক্ষুব্ধ।
×