ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজও দেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রকাশিত: ০৮:৩৫, ১৫ জুন ২০১৭

আজও দেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকার কারণে আজ বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে পাহাড়ী এলাকায় ভূমি ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় রয়েছে। এছাড়া বাকি অংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। এ কারণে দেশে সিলেট চট্টগ্রাম অঞ্চলে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দেয়া হয়েছে। এদিকে প্রকৃতিতে আজ থেকে শুরু হয়েছে আষাঢ়ের যাত্রা। আবহাওয়া অফিস বলছে আষাঢ় আসার আগেই মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করেছে। তারা জানায় ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার পরই দেশের উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করে। বর্তমানে সারাদেশেই বিস্তার লাভ করেছে মৌসুমি বায়ু। এর প্রভাবে বুধবার গ্রীষ্মে শেষ দিন বুধবারও রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। দুপুর ও বিকেল নাগাদ রাজধানী ঢাকায় দুই দফায় মুষলধারে বৃষ্টিও ঝরেছে। প্রচ- গরমে বৃষ্টিতে জনজীবনে বেশ স্বস্তিও নেমে আসে। তবে ভারি বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া ঢাকার বাইরেও বুধবার বিভিন্ন স্থানে ভারি বর্ষণের খবর দিয়েছে আবহাওয়া অফিস। এদিনে গত সোমবার নিম্নচাপের কারণে সারাদেশে ওপর ভারি বর্ষণের পর মঙ্গলবারেও দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ অব্যাহত ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে গত দুদিনে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। সোমবার সেখানে দেশের সর্বোচ্চ ৩৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার পর মঙ্গলবারও রাঙ্গামাটিতে ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার পাহাড়ী অঞ্চলের ওপরেও ভারি বর্ষণ হতে পারে। এক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
×