ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

ঈদ উৎসবে সালমান খানের টিউবলাইট

প্রকাশিত: ০৮:৩৩, ১৫ জুন ২০১৭

ঈদ উৎসবে সালমান খানের টিউবলাইট

বলিউডে ঈদ উৎসবের সিনেমা মানেই সালমান খানের ছবি। এটা যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে। গত বেশ কয়েক বছর ধরে ঈদ উৎসবে সালমান খানের নতুন নতুন সিনেমা মুক্তি পেয়ে আসছে। এ প্রসঙ্গে ‘ওয়ান্টেড’, ‘দাবাঙ’, ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘এক থা টাইগার’ প্রভৃতি ছবির কথা বলা যায়। এখন দর্শক ঈদ এলেই সালমান খানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করেন। ঈদ উৎসবে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো সাধারণত খুব ভাল ব্যবসা করে। আর সেই ছবির প্রধান তারকা যদি হন সালমান খান, তা হলে তো কথাই নেই। সালমানের প্রতিটি ঈদের ছবিই শতকোটি রুপি ক্লাবে খুব সহজেই ঢুকে পড়ে। ব্লাকবাস্টার সিনেমা হিসেবে সাফল্যের নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে সালমানের ঈদের ছবিগুলো। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উৎসবে আসছে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘টিউবলাইট।’ এ ছবির শূটিং শুরুর আগেই ঘোষণা দেয়া হয়েছিল ২০১৭ এর ঈদ উৎসবে মুক্তি পাবে। উত্তর ভারতের ছোট্ট এক পার্বত্য শহরের পটভূমিকায় এক সহজ সরল সাধারণ মানুষের হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টিউবলাইট’ ছবিটি। এ ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে লক্ষণ সিং বিসাত চরিত্রটি। যার কাজ হলো অন্যের মঙ্গল করা। সাদামাটা সহজ সরল টাইপের এই মানুষটি মনেপ্রাণে বিশ্বাস করে অন্যের মঙ্গল করলে পুরো সমাজ, দেশ ও পৃথিবীটাই বদলে যেতে পারে। এ জন্য নিজের জীবন বিপন্ন করতেও সদা প্রস্তুত লক্ষণ সিং। ১৯৬২ সালে সংঘটিত চীন-ভারত সীমান্ত সংঘর্ষের পটভূমিকায় আবর্তিত হয়েছে ‘টিউবলাইট’ ছবির গল্প। চীন-ভারত সীমান্তবর্তী ভারতের এক পার্বত্য শহরের বাসিন্দা লক্ষণ সিং ঘটনাচক্রে সম্পৃক্ত হয়ে পড়ে বেশ কিছু ঘটনায় যার সুবাদে তার সঙ্গে এক চীনা নারীর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। ‘টিউবলাইট’ ছবিতে লক্ষণ সিং চরিত্রে রূপদান করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। গত বছরের ঈদ উৎসবে মুক্তিপ্রাপ্ত ব্লাকবাস্টার মুভি ‘সুলতান’ এর পর তিনি আবার দর্শকদের সামনে, আসছেন সম্পূর্ণ নতুন ধাঁচের একটি রোলে। ৫১ বছর বয়সী সালমান খান ঈদের ছবি ‘টিউবলাইট’ এর প্রধান তারকা এবং অন্যতম প্রযোজকও বটে। জানা গেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ওয়ার ড্রামা ফিল্ম ‘লিটল বয়’ এর ছায়া অবলম্বনে ‘টিউবলাইট’ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। ১০০ কোটি রুপি ‘বাজেটে নির্মিত বলিউডি ছবিটিতে দীর্ঘদিন পর বলিউডের দুই সুপার খান সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে। টিউবলাইট ছবিতে একটি বিশেষ চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শাহরুখ খান। প্রায় ২০ বছর পর সালমান-শাহরুখ একসঙ্গে আসছেন রুপালি পর্দায় টিউবলাইট ছবির মাধ্যমে। যা বলিউডি সিনেমার দর্শকদের জন্য অভূতপূর্ব একটি ব্যাপার হিসেবে বিবেচিত হবে সন্দেহ নেই। ২০১৭ এর একটি অন্যতম আলোচিত এবং বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টিউবলাইট’ এ সালমান খানের ছোটভাই অভিনেতা পরিচালক সোহেল খানও অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এ ছবিতে তাদের দুজনকে দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে। ‘টিউবলাইট’ ছবির আরেক চমক হিসেবে আসছে ছোট্টশিশু মতিন রে টাংগু। ইতোমধ্যে যাকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে শিশুশিল্পী হর্ষলি। মালহোত্রা ‘মুন্নি’ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে যেভাবে দর্শক মনে আলোড়ন তুলেছিল এবার ‘টিউবলাইট’ ছবিতেও মাত্র ৬ বছর বয়সী শিশু অভিনেতা মতিন রে টাঙ্গু তেমন ঝড় তুলবে, ধারণা করা হচ্ছে। তার হৃদয়স্পর্শী অভিনয় দর্শকদের আবিষ্ট করে রাখবে বলে জানিয়েছেন পরিচালক কবির খান। এবারের ঈদ উৎসবে বলিউডের জনপ্রিয় প্রতিষ্ঠিত নায়িকাদের কাউকে দেখা যাবে না নতুন সিনেমায়। ঈদের ছবি ‘টিউবলাইট’এ প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী জু জু । ‘টিউবলাইট’ ছবির গল্প আবর্তিত হয়েছে চীন-ভারত যুদ্ধের পরবর্তী সময়ে সংঘটিত কিছু ঘটনাবলী নিয়ে। গল্পের প্রয়োজনে এ ছবিতে নায়ক সালমান খানের বিপরীতে একজন চীনা অভিনেত্রীকে কাস্ট করতে হয়েছে নায়িকার ভূমিকায়। ‘টিউবলাইট’ ছবিতে এক চীনা নারীর ভূমিকায় অভিনয় করেছেন জু জু। ৩২ বছর বয়সী সুন্দরী মেধাবী চীনা অভিনেত্রী জু জু অনেক গুণের অধিকারী। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, টিভি শো উপস্থাপক এবং লেখিকা। বেজিংয়ের এক অভিজাত মিলিটারি পরিবারে তার জন্ম। ২০১৪ সালে জু জুকে দেখা গেছে চীনা সিনেমা ‘দ্য ওল্ড সিন্ডারেলায় রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও সবার মনোযোগ আকর্ষণ করেন বিশেষভাবে একই বছরে তিনি অভিনয় করেছেন ‘লাস্ট ফ্লাইট’ ছবিতে। এখানে জু জুকে প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের বিপরীতে নায়িকারূপে দেখা গেছে। এরপর তিনি আমেরিকান টিভি সিরিজ ‘মাকো পেলো’তে অভিনয় করেছেন। যা ২০১৪ এর ডিসেম্বরে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছে। বলিউডি সিনেমায় জু জুর অভিনয়ের সুযোগটা এসেছে হঠাৎ করেই কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবিতে নায়ক সালমান খানের বিপরীতে বলিউডের ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনসহ আরও বেশ কয়েকজন নায়িকার অভিনয়ের সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জু জুকে কাস্ট করা হয়। কারণ, এখানে নায়ক সালমান খানের চাইনিজ প্রেমিকার চরিত্রে একজন সত্যিকার চীনা অভিনেত্রীর প্রয়োজন ছিল ‘টিউবলাইট’ ছবিতে। অভিনয় করতে গিয়ে চীনা অভিনেত্রী জু জুকে হিন্দী বলা শিখতে হয়েছে কাজটি তার জন্য খুব সহজ ছিল না। সালমান খান এক্ষেত্রে তাকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। মূলত জু জুর হিন্দী ভাষা শেখানোর ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পালন করেছেন সালমান খান। তার এই বিশেষ সহযোগিতার কথা কতৃজ্ঞচিত্তে স্মরণ করেন জনপ্রিয় এই চীনা অভিনেত্রী। প্রথম বলিউডি সিনেমা ‘টিউবলাইট’ এর প্রচারণার জন্য জু জু ভারত আসছেন। সালমান খান থাকলে সে ছবিতে নায়িকারা অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েন তেমন কথা চালু থাকলেও এবারের ছবি ‘টিউবলাইট’ এর পরিচালক বলেছেন, ‘জু জু ‘টিউবলাইট’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি রোলে অভিনয় করেছেন তার দুর্দান্ত অভিনয় দর্শকদের আলোড়িত করবেই। একজন চীনা অভিনেত্রী হলেও বলিউডি সিনেমায় খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়েছেন। ‘টিউবলাইন’ মুক্তির পর জু জুর জনপ্রিয়তা গোটা উপমহাদেশ তো বটেই দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়বে।’ বলিউডি সিনেমায় ‘টিউবলাইট’ এর বিরাট সাফল্য তার ফিল্ম ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে, দৃঢ়ভাবে প্রত্যাশা করেন চীনা অভিনেত্রী জু জু। চীনা কিংবা হলিউডি সিনেমায় অভিনয়ের তুলনায় বলিউডের ছবিতে অভিনয় অনেকটা কঠিন বলে উল্লেখ করেন তিনি। ‘হিন্দী সিনেমায় নাটকীয়তার প্রকাশ থাকে, নাচতে হয় গাইতে হয় যা চীনা কিংবা হলিউডের ছবিতে নেই, আমি খুব উপভোগ করেছি টিউবলাইট ছবিতে অভিনয়ের ব্যাপরটা, জু জু বলেন। আগামীতে বলিউডের ছবিতে অভিনয়ের আরও নতুন নতুন প্রস্তাব পেলে রাজি হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আগ্রহ রয়েছে, তবে আমার জন্য উপযোগী রোল হলেই আমি বলিউডের সিনেমায় অভিনয় করব।’
×