ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারকাদের ঈদ ভাবনা

প্রকাশিত: ০৮:৩২, ১৫ জুন ২০১৭

তারকাদের ঈদ ভাবনা

ঘাম ঝরানো পরিশ্রম করে দিন পার করছেন এই সময়ে সিনেমায় ব্যস্ত নায়ক-নায়িকারা। খোঁজ নিয়ে, কথা বলে এবং শূটিং স্পটে গিয়ে দেখা যায় তাদের ফর্সা সুন্দর চেহারা কাজের চাপে লাল হয়ে গেছে। তবে একটুও ক্লান্তি নেই তাদের চোখে-মুখে, বরং প্রশান্তির পরশ ও উচ্ছ্বাসের ঘনঘটা তাদের কথাবার্তায়। এর কারণও অবশ্য জানা, কয়েকদিন বাদেই অপেক্ষা করছে পবিত্র ঈদ-উল-ফিতর, যে কারণে একটা চাপা উত্তেজনা কাজ করছে সাধারণ মানুষ থেকে রুপালি পর্দার তারকা সকলেরই। পবিত্র রমজান শেষে আনন্দের ঈদ, সব মানুষের জন্য এক স্বপ্নের দিন। বিশেষ করে বড়পর্দার নায়ক-নায়িকার স্বপ্নে, সে রং কতটা বাহারি তা জানতে আমরা সব সময়ই ভীষণ কৌতূহলি। এমন অশেষ কৌতূহলের রসদ যোগাতে হিরো-হিরোইনের ঈদ উদযাপনের ব্যক্তিগত পরিকল্পনা তুলে এনেছেনÑ সব্যসাচী দাশ ছবি : আরিফ আহমেদ বিদ্যা সিন্হা মীম রুপালি পর্দার সোনালি নায়িকা, যার রূপ, অভিনয় এবং বক্তিত্ব সব সময় দর্শকদের বাড়তি আগ্রহ যুগিয়েছে। সারা বছর ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাতে হয় মীমকে। অবসরের সময় বলুন আর ব্যক্তিগত সময় কোনটাই খুব একটা মেলে না। সম্প্রতি মীমের দিনযাপন ও ঈদ পরিকল্পনা নিয়ে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। জানতে চাওয়া হয়, কিভাবে উদযাপন করেন ঈদ, আর এ বছর ঈদ প্ল্যানে কী কী থাকছে? মীম বলেন, সারা বছরে যে সময়গুলো কম আসে তার মধ্যে ঈদ অন্যতম। ছোটবেলা থেকে বন্ধুদের সঙ্গে দুটো উৎসব সমানে পালন করেছি তার মধ্যে একটা হলো ঈদ অন্যটা সার্বজনীন দুর্গাপূজা। রমজান মাস শুরু হবার পর থেকেই তো অপেক্ষায় থাকতাম ঈদের, আর বড় হবার পর যখন থেকে মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন তো ঈদের সব আনন্দ কিভাবে উপভোগ করছি তা তো ক্যামেরার সামনে শেয়ার করেছি। এবারের ঈদে কী করছেন? উত্তর, ঈদে ঢাকাতেই থাকার প্ল্যান, বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে কাটাব। এর বাইরে বন্ধুদের সঙ্গে দীর্ঘ আড্ডা হবে। সারা বছর কাজের চাপে যে সব বন্ধুদের সঙ্গে দেখা করা বা আড্ডা দেয়া হয় না তাদের সঙ্গে জমিয়ে সময় কাটাব। ঈদের স্পেশাল দিকটা বলুন? আমার কাছে ঈদের সব থেকে স্পেশাল বিষয় হলো সালামি নেয়া। এই বিষয়টা আমার কাছে ভীষণ উপভোগের। ঈদের পরপরই ফ্যামিলি সঙ্গে নিয়ে দেশের বাইরে যাব (ইন্ডিয়া) থাকব প্রায় ২৫ দিন। মোটামুটি এই হলো প্ল্যান। বাকিটা উপভোগের পর বলতে পারব। ঈদের জন্য কী কী কাজ করেছেন? তানিয়া আহমেদের পরিচালনায় ‘গুডমর্নিং লন্ডন’ নামে একটা সিনেমার কাজ শেষ করেছি। ঈদে আসার কথা, তবে নিশ্চিত বলতে পারছি না। এছাড়া ‘সেই সময় তুমি আমি’ নামে একটা নাটক করেছি। এটি চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানে দেখানো হবে, এনটিভিতে একটি সলো নাচের প্রোগাম করেছি, আর সব ঠিক থাকলে সামনের মাসে ১০ তারিখ শূটিং শুরু হবে ‘ওলট পালট’ সিনেমার। এই তো এবারের ঈদ এবং পরবর্তী সময়ের প্ল্যান। সাইমন সাদিক বর্তমান সময়ের জনপ্রিয় নায়কদের মধ্যে একজন। সিনেমায় ভীষণ ব্যস্ত সময় পার করছেন। রোজা রেখে সকাল-বিকেল দুইবেলা শূটিং করছেন। আসছে ঈদে সাইমনের প্ল্যান কী? দর্শকদের জন্য এমন প্রশ্নের উত্তর খুঁজতে হাজির হই তার এফডিসির শূটিং ফ্লোরে। দেখেই মিষ্টি হেসে কেমন আছেন, বলে আগেই প্রশ্ন করেন। ভাল। আপনি? হ্যাঁ ভাল। খুব ব্যস্ত? দেখছেনই তো। ঈদের ছুটিতে কী করছেন? সাইমন, আমার ঈদ মানে ঢাকার সব ব্যস্ততা মুছে বাড়ি চলে যাওয়া, আনন্দের সবটুকু সময় পরিবার এবং বন্ধুদের ঘিরে। এক কথায় বাড়ি ছাড়া আমার ঈদ কল্পনাই করতে পারি না। এবারও ঈদের কয়েকদিন আগেই চলে যাবে। সত্য বলতে কী, আমার বাড়ি পৌঁছানোর মানেই হলো, আমিসহ আমার কাছের সকলেরই ঈদ উৎসব শুরু হয়। বন্ধুদের সঙ্গে ১০-১২টা মোটরবাইক নিয়ে পৃথিবীর সমস্ত চিন্তা ছুটি দিয়ে নিরুদ্দেশে ঘুরে বেড়াব। রাতে আড্ডা হবে ম্যারাথোন আড্ডা, একেবারে সেহরি পর্যন্ত। আর ইফতারির সময় প্রায় দেড় শ’ মানুষ সঙ্গে নিয়ে রোজা খুলব। ঈদকে ঘিরে থাকে আমার অনেক কল্পিত ক্ষণ। এখন মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের সিনেমা ‘জান্নাত’ এর কাজ করছি, এটা শেষ হলে টানা দশ দিন আমার ঈদের ছুটি। ফিরে এসে আবার কাজ। সামনে আপনার অভিনিত কোন সিনেমা আসছে? শফিক হাসানের ‘বাহাদুরী’। নায়িকা? পরীমনি। আর তাজুল ইসলামের পরিচালনায় ‘গোপন সংকেত’ নামেও একটা সিনেমা আসবে, নায়িকা আলভিরা ইমু। এই তো, দর্শকদের অগ্রিম ঈদ মোবারক। নুসরাত ফারিয়া যাকে বলা হয় এই সময়ের গ্লামার গার্ল, অবশ্য ইতোমধ্যে নুসরাত নিজেকে সেভাবেই প্রমাণ করেছে। গেল বছর ‘বাদশা দ্য ডন’ এ বছর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায় দর্শক সেভাবেই তাকে দেখছে। আসছে ঈদে তাকে দেখা যাবে ভারতীয় হিট বাংলা সিনেমা ‘বস’ এর সিক্যুয়াল ‘বস-২’-এ, সঙ্গে আবারও জিৎ। অধুনা এই নায়িকার সঙ্গে তার ব্যস্ততা এবং ঈদ আনন্দের পরিকল্পনা নিয়ে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। ঈদ তো খুব কাছাকাছি কী প্ল্যান করলেন, কীভাবে কাটাবেন? নুসরাত ফারিয়া, এবারের ঈদ আমার কাছে একেবারেই স্পেশাল কারণ, আমি খালা হয়েছি। আমার ইমিডিয়েট বড় বোনের একটা বেবী হয়েছে। যে কারণে, পরিবারের সবাই বাবুটাকে নিয়ে ভীষণ এক্সসাইটেড! আমিও! এবারের ঈদ ওকে ঘিরেই। ঈদের পরপরই ফ্যামিলির সবাইকে নিয়ে পর্তুগাল যাবার প্ল্যান আছে। দুস্থ মানুষদের কল্যাণে কোন চ্যারিটি বা দানশীলতামূলক কোন পরিকল্পনা আছে কি? উত্তর, ছোটবেলা থেকে দরিদ্র্য মানুষদের প্রতি আমার হৃদয়ে একটা সফট কর্নার আছে, বিশেষ করে আমার মা এই সেন্টিমেন্টটা জাগ্রত করেছে, অনুভূতিটা সব সময় কাজ করে, সাধ্যমতো চেষ্টা করি। তবে আমি কখনোই লোক দেখানো চ্যারিটি পছন্দ করি না। আপনার অভিনিত সিনেমার খবর বলেন। নুসরাত, বস-২ তো মুক্তি পাচ্ছে, তবে মুক্তির আগে যে বিষয়গুলো ইতোমধ্যে আলোচনায় এসেছে আশা করছি মুক্তির পর দর্শক সিনেমা দেখে এই বিষয়গুলো মনে রাখবে না। সবমিলে আমি মনে করি দর্শকদের হলে গিয়ে ২ ঘণ্ট ত্রিশ মিনিট সিনেমাটা উপভোগ করা উচিত। বস-২ এর এমন কোন বিশেষ দিক আছে যা দর্শকদের আকৃষ্ট করবে? নুসরাত, ব্যক্তিগতভাবে আমি খুব দুর্বল প্রকৃতির মানুষ, একটা ব্যাগ ঠিকঠাক বহন করতে পারি না। সেই আমি, ৩৪ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছি, শুধু আমার দর্শকদের জন্য। সবমিলে জল্পনা-কল্পনা যাই থাক না কেন, দর্শক যদি এই সিনেমা মিস করে তাহলে অনেক কিছ্ইু মিস করবে। জিৎ এর সঙ্গে কাজের অভিজ্ঞতা? এক কথায় দারুণ! আমার বয়সের সমান তাঁর কাজের অভিজ্ঞতা। সো আর কি বোলব। বাপ্পী চৌধুরী যাকে বলা হয় এই সময়ের বাংলা সিনেমার রমিও। রোমান্টিক হিরো ইজমের কারণে তিনি এখন বেশ জনপ্রিয় নায়ক। বর্তমানে সিনেমার কাজে বেশ ব্যস্ত সময় কাটাছেন। সামনে ঈদের ছুটি, প্ল্যান কী? এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে বাপ্পী বলেন, ঈদের দিন আমি সকালে বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হলে যাব, যে কয়টা সিনেমা ঈদ উপলক্ষে মুক্তি পাবে তার সবই দেখব। এমন কাজ আমি অতীতেও করেছি। একসঙ্গে নতুন সিনেমা দেখতে বেশ মজা লাগে। ঈদের পর ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুর এবং মালদ্বীপ যাবার প্ল্যান। সিনেমার খবর বলেন, বাপ্পী, ঈদের পর এম সাখাওয়াত হোসেনের পরিচালনায় ‘আসমানি’ নামে একটা সিনেমা আসবে, নায়িকা সুস্মী। আর মমতাজুর রহমান আকবরের পরিচালনায় দুলাভাই জিন্দাবাদ নামে আর একটা সিনেমাও আসবে এতে নায়িকা আছেন বিদ্যা সিন্হা মীম। এই তো, সবমিলে এখন ঈদ ভেকেশনের অপেক্ষা। পরীমনি এই মুহূর্তে ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় চিত্র নায়িকাদের মধ্যে পরীমনি অনন্য। অভিনীত সিনেমা, মুক্তির অপেক্ষায় আগামী দিনের সিনেমা এবং মিষ্টি ভাষার সঙ্গে রাজকীয় রূপ, সবমিলে পরীমনিকে পূর্ণতা দিয়েছে। জনকণ্ঠের আনন্দকণ্ঠের পক্ষ থেকে জনপ্রিয় এই চিত্র নায়িকার কাছে জানতে চাওয়া হয়। কীভাবে কাটাবেন এবারের ঈদ? পরীমনি উত্তরে বলেন, ঈদ তো প্রতিবার ভীষণ মজা করে কাটাই। এবারও আমার পরিবার এবং শিল্পী পরিবার সকলের সঙ্গে ঢাকায় থেকে ঈদ কাটাব। দিন দিন সময় যাচ্ছে নিজের দায়িত্বগুলো মেচ্যুউরিটি পাচ্ছে। যে কারণে, ঈদে বেশ দায়িত্ব পালন করতে হয়,। এই যেমন আগে সালামি নিতাম অনেক, এখন দিতে হয় অনেক। নিজের পরিবারের মতো এফডিসিতেও একটা পরিবার আছে, সেখানে অনেক দায়িত্ব থাকে তেমনি থাকে সকলকে সঙ্গে নিয়ে ঈদ আনন্দ উপভোগের আবদার। ইচ্ছা আছে সবাইকে সঙ্গে নিয়ে আসছে ঈদ কাটানোর। বাকিটা অপেক্ষার। নতুন কোন সিনেমা আসছে? হ্যাঁ। অপূর্ব রানার পরিচালনায় ‘ইনোসেন্ট লাভ’ নামে একটা সিনেমা ঈদের পর আসবে। দর্শকদের জন্য কোন উইশ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
×