ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড় ধস

তিন পার্বত্য জেলায় প্রাণ হানিতে সংসদে শোক

প্রকাশিত: ০৮:০১, ১৫ জুন ২০১৭

তিন পার্বত্য জেলায় প্রাণ হানিতে সংসদে শোক

সংসদ রিপোর্টার ॥ পার্বত্য এলাকা চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলায় ভয়াবহ পাহাড় ধসে শতাধিক ব্যক্তির প্রাণহানিতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয় সংসদের পক্ষ থেকে। বুধবার অধিবেশনের শুরুতেই সংসদের পক্ষ থেকে শোক জানান স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি বলেন, তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার কাজ করার সময় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সদস্য নিহত হয়েছেন। তাঁরা হলেন- মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মোঃ তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোঃ শাহ আলম।
×