ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি অবহিত করেছেন ড. নাসের

প্রকাশিত: ০৭:৫৩, ১৫ জুন ২০১৭

প্রধানমন্ত্রীকে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি অবহিত করেছেন ড. নাসের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল মৌসুমি বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার ধারাবাহিক ভূমিধসে শতাধিক লোকের প্রাণহানি ও অনেকে আহত হওয়ার খোঁজখবর নেন এবং তিন জেলায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে তার মুখ্যসচিব ড. কামাল নাসেরের কাছ থেকে জানতে চান। খবর বাসসর। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র এ কথা জানায়। ড. নাসের রাঙ্গামাটির মানিকছড়ি, ভেদভেদি সদর হাসপাতাল ও অন্যান্য আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাকে সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন ও দিক-নির্দেশনা নেন। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এসময় তার সঙ্গে ছিলেন। পরে ড. নাসের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা দেন।
×