ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাগতিক ইংল্যান্ডের করুণ বিদায়

সহজ জয়ে ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ০৭:৫২, ১৫ জুন ২০১৭

সহজ জয়ে ফাইনালে পাকিস্তান

শাকিল আহমেদ মিরাজ ॥ গ্রুপপর্বে তিন ম্যাচের সব কটি জেতা একমাত্র দল ইংল্যান্ড। সেমিফাইনালে ইয়ন মরগানরাই ছিল হট ফেবারিট। সেই তাদেরই রীতিমতো লজ্জায় ডুবিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। বুধবার কার্ডিফের প্রথম সেমিতে ইংলিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার এক কদম দূরত্বে পৌঁছে গেল সরফরাজ আহমেদের দল। টস জিতে ফিল্ডিং নেয়া পাকিদের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১ বল বাকি থাকতে ২১১ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৩৭ ওভার ১ বল খেলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নবীন ডানহাতি ফাস্ট বোলার হাসান আলি। মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমে এদিন চমৎকার পেশাদারিত্ব দেখিয়েছেন আজহার আলি (১০০ বলে ৭৬), ফখর জামান (৫৮ বলে ৫৭), বাবর আযম (৪৫ বলে ৩৮*) আর মোহাম্মদ হাফিজরা (২১ বলে ৩১*)। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এসেছে আন্ডারডগের তকমা নিয়ে। অংশগ্রণকারী আট দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার পেছনে তারা। পাকিদের কেউ সেভাবে গোনায় ধরেনি। ভারতের কাছে বড় হারে শুরুর পর অনেকে তো গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন। সেই সরফরজরাই গ্রুপপর্বে একে একে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অতঃপর সেমিতে শক্তিধর ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনালে! শিরোপা থেকে মাত্র এক ম্যাচের দূরত্বে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা। সোফিয়া গার্ডেন্সে বোলাররাই মূলত পাকিস্তানের জয়ের পথটা তৈরি করে দেয়। শুরু থেকেই ইংলিশ ব্যাটিং কাঁপিয়ে দেন পাকি পেসাররা। অথচ ইনজুরির জন্য আমির এদিন খেলতে পারেননি। জুনাইদ খান, রুম্মন রইস আর হাসান আলি মিলে বাঁহাতি তারকা পেসারের অভাবটা একদমই বুঝতে দেননি। পতন হওয়া ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনজনে মিলে। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে রবিবারের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে সরফরাজের পাকিস্তান। স্কোর ইংল্যান্ড ২১১/১০ (৪৯.৫ ওভার; বেয়ারস্টো ৪৩, হেলস ১৩, রুট ৪৬, মরগান ৩৩, স্টোকস ৩৪, বাটলার ৪, মঈন ১১, রশীদ ৭, প্লাঙ্কেট ৯, উড ৩, বল ২*; জুনাইদ ২/৪২, রইস ২/৪৪, শাদাব ১/৪০, হাসান আলি ৩/৩৫) পাকিস্তান ২১৫/২ (৩৭.১ ওভার; আজহার ৭৬, ফখর ৫৭, বাবর ৩৮*, হাফিজ ৩১*; বল ১/৩৭, রশীদ ১/৫৪, উড ০/৩৭, স্টোকস ০/৩৮) ফল ॥ পাকিস্তান ৮ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ হাসান আলি (পাকিস্তান)
×