ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যানেল আইয়ের ৭ দিনের ঈদ আয়োজন

প্রকাশিত: ০৭:১৮, ১৫ জুন ২০১৭

চ্যানেল আইয়ের ৭ দিনের ঈদ আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম ডিজিটাল টিভি চ্যানেল ‘চ্যানেল আই’। সময়ের সঙ্গে সঙ্গে কারিগরি মান, দক্ষতা ও পেশাদারত্বের উৎকর্ষে এখন চ্যানেল আই এইচডিতে এবং বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি ঘরে পরিবারের সদস্য হয়ে ২৪ ঘণ্টা চোখ খুলে রেখেছে হৃদয়ে বাংলাদেশ ধারণ করে। দর্শকদের অন্যতম পছন্দের টিভি চ্যানেল ‘চ্যানেল আই’। বিশেষ দিনে, বিশেষ আয়োজনে সব সময়ই তৎপর চ্যানেল আই। যে কোন বিশেষ দিনে দর্শকদের চোখ থাকে চ্যানেল আইয়ের পর্দায়। তাই সবসময়ই দর্শকদের আকাক্সক্ষা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় চ্যানেল আই। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল-ফিতরেও এর ব্যতিক্রম হবে না। বাংলাদেশের প্রাইভেট টেলিভিশনের ইতিহাসে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিতে এবার সাজানো হয়েছে ২০১৭ সালের বিশেষ ঈদ অনুষ্ঠানমালা। বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত, সমাদৃত ও নন্দিত সকল লেখক, নির্মাতা ও সুপারস্টারদের নির্মাণে সাজানো হয়েছে ঈদ-উল-ফিতরের ৭ দিনের বিশেষ ঈদ অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে ৬টি ওয়ার্ল্ড প্রিমিয়ার চলচ্চিত্র, ১১টি টেলিফিল্ম ও ১৩টি নাটক এছাড়াও কৃষকের ঈদ আনন্দ, সঙ্গীতানুষ্ঠান, রান্নার অনুষ্ঠান ও ভালবাসার বাংলাদেশ। এই আনন্দযাত্রার যারা আমাদের সহযাত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শক, নির্মাতা, পৃষ্ঠপোষক এবং বিজ্ঞাপনদাতাদের প্রতি শ্রদ্ধা। ঈদ ছুটির প্রতিটি দিন হোক আনন্দময় এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
×