ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদাম তুসোয় আশা ভোঁসলে

প্রকাশিত: ০৭:১৬, ১৫ জুন ২০১৭

মাদাম তুসোয় আশা ভোঁসলে

সংস্কৃতি ডেস্ক ॥ ছয় দশকেরও বেশি সময় ধরে গান গেয়ে চলা আশা ভোঁসলে গিনেস বুকে নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি গানের শিল্পী হিসেবে। ২০০০ সালে তিনি ভূষিত হন দাদাসাহেব ফালকে পুরস্কারে; ভারতের অন্যতম জাতীয় সম্মান পদ্মবিভূষণেও সম্মানিত করা হয়েছে তাকে। এবার দিল্লীতে উদ্বোধনের অপেক্ষায় থাকা ভারতের প্রথম মাদাম তুসো জাদুঘরে স্থাপন করা হবে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মোমের মূর্তি। দিল্লীর মাদাম তুসোয় থাকছে বলিউডের সঙ্গীতবিষয়ক একটি বিশেষ বিভাগ। সেখানে হিন্দী সিনে জগতের নানা কালের শিল্পীদের মোমের প্রতিকৃতি স্থাপন করা হবে। সেখানে দর্শকেরা প্রিয় শিল্পীদের দেখার পাশাপাশি তাদের গানও শুনতে পাবেন। সেই অংশেই স্থাপন করা হবে আশা ভোঁসলের মূর্তিও। ৮৩ বছর বয়সী এই গায়িকা জীবনের পড়ন্ত বেলায় এসে মাদাম তুসোর অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য ধন্যবাদ মাদাম তুসো এবং আমার ভক্তদের। নিজের মোমের মূর্তি থাকাটা এক অসাধারণ অনুভূতির জন্ম দেয়। তিনি আরও বলেন, এই প্রথম আমি এরকম একটি প্রক্রিয়ার (মূর্তির জন্য সিটিং দেয়া) মধ্য দিয়ে গেলাম। এটা সত্যিই এক অদ্ভুত ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। মাদাম তুসো দর্শকদের জন্য এক অনন্য আকর্ষণ যার খ্যাতি গোটা বিশ্বজুড়ে। দিল্লীতে এর উদ্বোধনের জন্যই মুখিয়ে আছি। ভারতে মাদাম তুসোর পরিবেশক মার্লিন এন্টারটেইনমেন্টের পরিচালক এবং মহাব্যবস্থাপক অংশুল জৈন এ ব্যাপারে বলেন, আশা ভোঁসলে হলেন সর্বকালের সেরা সঙ্গীতশিল্পীদের একজন। দিল্লীর মাদাম তুসোয় তার মূর্তি স্থাপন হওয়ারই ছিল। সব প্রজন্মেই তার ভক্ত রয়েছে। এরা সবাই তার মূর্তির সঙ্গে ছবি তোলার মুহূর্তটি সারাজীবন মনে রাখবে।
×