ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ ফ্রান্সের

প্রকাশিত: ০৭:১২, ১৫ জুন ২০১৭

প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ ফ্রান্সের

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবলে দারুণ জয় পেয়েছে ফ্রান্স। মঙ্গলবার রাতে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে অতিথি ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক ফরাসীরা। এই জয়ে মধুর প্রতিশোধও নেয়া হয়েছে ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ণদের। কেননা ২০১৫ সালের নবেম্বরে লন্ডনের ওয়েম্বলিতে ইংলিশদের কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। পরশুর অন্যান্য ম্যাচে রোমানিয়া ৩-২ গোলে চিলিকে ও কলম্বিয়া ৪-০ গোলে ক্যামেরুনকে পরাজিত করে। বুধবার অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডর ৩-০ গোলে এল সালভাদরকে ও পেরু ৩-১ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। ইংলিশদের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে। এরপরও হার এড়াতে পারেনি ইংলিশরা। উল্টে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় ফরাসীরা। উত্তেজনা ছড়ানো ম্যাচে হ্যারি কেনের গোলে পিছিয়ে পড়ার পর স্যামুয়েল উমটিটির গোলে সমতায় ফেরে ফ্রান্স। বিরতির খানিক আগে সিডিবের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে কেনের পেনাল্টি গোলে ইংলিশরা সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। শেষ দিকে উসমান ডেম্বেলের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। দারুণ উপভোগ্য ম্যাচের নবম মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। ডানদিক থেকে ডেলে আলির ক্রস নিয়ন্ত্রণে নিয়ে রাহিম স্টার্লিং ব্যাকহিল করেন ছুটে আসা রায়ান বার্ট্রান্ডকে। সাউদাম্পটনের এই ডিফেন্ডারের আড়াআড়ি পাস গোলমুখে পেয়ে জালে জড়ান অধিনায়ক কেন। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি ইংলিশদের। ২২ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। অলিভিয়ের জিরুডের হেড গোলরক্ষক টম হিটন ঝাঁপিয়ে ফেরালেও ফিরতি বল ফাঁকায় পেয়ে যান উমটিটি। সহজেই লক্ষ্যেভেদ করেন বার্সিলোনা ডিফেন্ডার। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৪৩ মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন সিডিবে। এই গোলের কারিগর ডেম্বেলে। দ্রুত ডি বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের এই মিডফিল্ডারের শট এবারও রুখে দেন ইংলিশ গোলরক্ষক। তবে ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে জড়ান মোনাকোর ডিফেন্ডার সিডিবে। দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় ফ্রান্স। ডেলে আলিকে ডি বক্সে রাফায়েল ভারানে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এর পরই ভিডিও রেফারির দিকে ইঙ্গিত করেন। পরে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ভারানেকে লালকার্ডও দেখান। স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান কেন। ৬৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন এমবাপে। দারুণ দক্ষতায় ডি বক্সে ঢুকে পড়েন মোনাকোর লীগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরোয়ার্ড। তবে ছুটে এসে রুখে দেন বদলি গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। কিছুক্ষণ পর আবারও দলকে রক্ষা করেন স্টোক সিটির এই গোলরক্ষক। ৬৯ মিনিটে এমবাপের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হয়। দারুণ গোছালো ফুটবলের ফল হিসেবে ৭৮ মিনিটে জয়সূচক গোল পায় ফ্রান্স। মিডফিল্ডার পল পোগবার পাস নিয়ন্ত্রণে নিয়ে এমবাপে বল বাড়ান ডানদিকে ডেম্বেলেকে। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২০ বছর বয়সী এই খেলোয়াড়। তাতেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসীরা।
×