ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশদের উড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ০৭:১১, ১৫ জুন ২০১৭

ইংলিশদের উড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে শেষ বলে কিছু নেই, পাকিস্তানের বেলায় সেটি যেন আরও বেশি করে সত্যি! ভারতের কাছে অমন লজ্জার হারে শুরুর পর কে ভেবেছিল দলটি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-পর্ব পেরোতে পারবে? সেই তারাই সবার আগে ফাইনালে! বুধবার কার্ডিফের প্রথম সেমিতে ৮ উইকেটে জয়ের পথে স্বাগতিক ইংলিশদের কার্যত উড়িয়ে দিল সরফরাজ আহমেদের দল। টস ভাগ্য থেকে শুরু করে বোলিং-ব্যাটিং সবই হলো মনের মতো। তারকা পেসার মোহাম্মদ আমিরের অনুপস্থিতিতে প্রথমে বল হাতে তোপ দাগলেন হাসান আলী-রুম্মন রইসরা, তাতে দিশেহারা ইংল্যান্ড ১ বল বাকি থাকতে অলআউট মাত্র ২১১ রানে। এরপর দুরন্ত ব্যাটিংয়ে বাকি কাজটা সারলেন আজহার আলী, ফকর জামানরা। জবাবে ৩৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে সাফল্যের বন্দরে নোঙর করে পাকিরা। দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের অষ্টম আসরে এসে প্রথমবারের মতো ফাইনালে উঠল আনপ্রেডিক্টেবল এ দলটি। শিরোপা থেকে এখন মাত্র এক ম্যাচের দূরত্বে সরফরাজ-বাহিনী। অল্প টার্গেটে চমৎকার ব্যাটিং করেছেন আজহার (১০০ বলে ৭৬), ফখর জামান (৫৮ বলে ৫৭ ), বাবর আযম (৪৫ বলে ৩৮*) ও মোহাম্মদ হাফিজ (২১ বলে ৩১*)। সোফিয়া গার্ডেন্সে বোলাররাই মূলত পাকিস্তানের জয়ের পথ তৈরি করে দেয়। শুরু থেকেই ইংলিশ ব্যাটিং কাঁপিয়ে দেন পাকি পেসাররা। অথচ ইনজুরির জন্য আমির এদিন খেলতে পারেননি। জুনাইদ খান, রুম্মন রইস আর হাসান আলি মিলে বাঁ-হাতি তারকা পেসারের অভাবটা একদমই বুঝতে দেননি। পতন হওয়া ১০ উইকেটের সাতটিই নিয়েছেন তিনজনে মিলে। ৬ষ্ঠ ওভারের পঞ্চম বলে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। আমিরের পরিবর্তনে জায়গা করে নেয়া রইসের (অভিষেক) বলে বাউন্ডারি মারতে গিয়ে টাইমিং গড়বড় করে কাভারে বাবর আজমের হাতে ধরা পড়েন এ্যালেক্স হেলস (১৩)। অবশ্য এর আগে একবার এলবিডাব্লিউ হয়েও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন তিনি। এরপর ছোট ছোট কিছু জুটি হয়েছে। তবে শেষ পর্যন্ত আশা জাগিয়েও ব্যর্থ হয়ছেন প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যান। কোন জুটিই পঞ্চাশ স্পর্শ করতে পারেনি। জেসন রয়ের অফ-ফর্মে একাদশে ফেরা জনি বেয়ারস্টো ওপেন করতে নেমে ৫৭ বলে ৪৩ রান করে হাসান আলীর শিকারে পরিণত হন। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ার পর জো রুটকে (৪৬) ফিরিয় ইংলিশদের বিপদ বাড়িয়ে দেন আলোচিত তরুণ লেগস্পিনার শাদাব খান। ইয়ন মরগান, বেন স্টোকস মিরে চেষ্টা করেছিলেন; কিন্তু ব্যক্তিগত ৩৩ রানে হাসান আলীর বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হন অধিনায়ক মরগান। স্টোকস ফেরেন ৩৪ করে। বিপর্যয়ের মাঝে জস বাটলার (৪) এবং মঈন আলীও (১১) কিছু করে দেখাতে পারেননি। দু-জনেই শিকার হয়েছেন জুনায়দে খানের। ইংল্যান্ডের শেষ ৬ ্যাটসম্যানের পাঁচজনই দুই অঙ্ক স্পর্শ করতে ব্যর্থ। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান আলী। জুনাইদ ও রইসের শিকার দুটি করে।
×