ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫২, ১৫ জুন ২০১৭

টুকরো খবর

নিহত জাবি শিক্ষার্থীদের পরিবারকে অর্থ প্রদান জাবি সংবাদদাতা ॥ গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় নিহত নাজমুল হোসেন রানা (মার্কেটিং বিভাগ, ৪৩ ব্যাচ) ও মেহেদী হাসান আরাফাতের (মাইক্রোবায়োলজি বিভাগ, ৪৩ ব্যাচ) পরিবারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ লাখ করে দুই পরিবারকে মোট ১০ লাখ টাকা এবং নাজমুল হোসেন রানার বোন কামরুন নাহার কনা ও মেহেদী হাসান আরাফাতের বোন সোনিয়া আক্তারকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উভয় পরিবারের কাছে টাকা ও চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেন। নাজমুল হোসেন রানার পিতা আবদুল কুদ্দুস এবং মেহেদী হাসান আরাফাতের পিতা জসীম উদ্দিন সরকার উপাচার্যের কাছ থেকে এই টাকা ও চাকরির নিয়োগপত্র গ্রহণ করেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নাজমুল হোসেন রানার বোন কামরুন নাহার কনাকে প্রীতিলতা হলে পিয়ন পদে এবং মেহেদী হাসান আরাফাতের বোন সোনিয়া আক্তারকে নওয়াব ফয়জুন্নেসা হলে নিম্নমান সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম। অন্যদিকে, জাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় পদযাত্রা করে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। পদযাত্রা বিশ^বিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে রেজিস্ট্রার ভবনের সামনে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন, আনোয়ারল্লাহ ভূইঞা, সাংস্কৃতিক জোটের সভাপতি শুভ্র, সাধারণ সম্পাদক নাজমুল বক্তব্য রাখেন। দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা। মঙ্গলবার রাতে নাফ নদীর এক নম্বর স্লুইসগেট এলাকা থেকে নৌকাসহ এদের ধরে নিয়ে যাওয়া হয়। ওই জেলেরা হলেনÑ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ কাশিমের পুত্র নুর কামাল ও মোহাম্মদ হোসেনের পুত্র আবদুল করিম। নুর কামালের পিতা মোহাম্মদ কাশিম ও স্ত্রী নুর খাতুন জানিয়েছেন, অন্য দিনের মতো নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরত না আসায় তারা খোঁজখবর নেয়া শুরু করেন। জেলেরা জানিয়েছে ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মিয়ানমারে। নুর কামালের পিতা মোহাম্মদ কাশিম জানান, নাফ নদীতে মাছ ধরতে হলে প্রতিমাসে ৩ হাজার টাকা করে চাঁদা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর কাছ থেকে বিশেষ একটি টোকেন নিতে হয়। টেকনাফ পৌর এলাকার আবদুল হামিদের ভাড়া বাড়িতে থাকা মমতাজ মিয়া নামে এক দালাল এ টোকেন দেয়। টোকেন নেয়ার পরও ধরে নিয়ে যাওয়া হয়েছে তার পুত্রকে। এ পর্যন্ত কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। মমতাজ মিয়া নামের ওই দালাল টোকেন দেয়ার সত্যতা স্বীকার করে জানান, জেলেদের মঙ্গলের জন্য তিনি এ কাজটি করেন। ছাত্রী হোস্টেলে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মধ্যরাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রী নিবাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার রাত ১২টায় মেডিক্যাল কলেজের পুরাতন ছাত্রী নিবাস ভবনের ৩০৭ নম্বর রুমে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিস জানান, রাতে মেডিক্যাল কলেজের পুরাতন ছাত্রী হোস্টেলের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যম অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এ সময় ছাত্রীদের মাঝে আতঙ্ক এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দলিল লেখক আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ভূমি রেকর্ড রুম থেকে ভলিউমের মূলপাতা ছিঁড়ে নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে এক দলিল লেখক। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই দলিল লেখকের নাম রফিকুল ইসলাম। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাজশাহী জেলা সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা জানান, বুধবার একটি দলিলের নকল দেখতে রেকর্ড রুমে যায় দলিল লেখক রফিকুল ইসলাম। সেখানে রেকর্ড দেখার নাম করে ভলিউমের একটি গুরুত্বপূর্ণ পাতা ছিঁড়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রফিকুল ইসলামকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। লঞ্চের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে আহত ১২ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীতে মঙ্গলবার মাঝরাতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী এমভি তাসরিফ-১ লঞ্চের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। ঘটেছে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায়। এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও উভয় নৌযানের তেমন কোন ক্ষতি হয়নি। তাসরিফ-১ লঞ্চের যাত্রী জানান, লঞ্চটি বরিশাল নৌ বন্দর ত্যাগ করার পর থেকেই লঞ্চের সার্চ লাইট অচল ছিল। প্রথম থেকেই লঞ্চটি অন্ধকারে দিক হারিয়ে একে বেঁকে চলছিল। কিছুক্ষণ পর চরবাড়িয়া পয়েন্টের সামনের চরমোনাইর মোড় ঘোরার সময় ট্যাংকারের সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়। বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ী নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতের তারে জড়িয়ে ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতী গ্রামে লিটন ইসলাম (৩৫) নামের এক কনফেকশনারী ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে তার নিজবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই এলাকার মৃত অমিজউদ্দিনের ছেলে। জানা যায়, বাড়ির ঘরের একটি লাইটের হোল্ডার নষ্ট হলে লিটন তা নিজেই ঠিক করছিল। এ সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে প্রথমে আহত হয়। তাকে দ্রুত ডোমার উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৫ কেজি গাঁজাসহ আটক ২ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেনÑ বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নের গুজিরহাট গ্রামের বাদশা নকিব ও মহেন্দ্র চালক ফকিরহাট উপজেলার পিরজঙ্গল গ্রামের গোবিন্দ দে। পুলিশ বুধবার ভোরে এদের আটক করে। পুলিশ জানায়, একটি মাহেন্দ্র গাড়িতে করে বাগেরহাট থেকে গাঁজার চালান মোরেলগঞ্জের দিকে যাচ্ছে এমন সংবাদে হাশেম খার হাট এলাকায় পুলিশ গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ জুন ॥ নবম শ্রেণীর এক কিশোরীর গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ দিকে এ ঘটনায় গ্রেফতার হওয়া দুই তরুণের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ফরিদপুর সামাজিক প্রতিরোধ কমিটি ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। এ সময় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সদস্য মুজিবুর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী। বিদ্যুতস্পৃষ্টে পৌর কর্মচারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ জুন ॥ বিদ্যুতস্পৃষ্টে সজীব মিত্র (৩১) নামের পৌরসভার কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌরসভার আল্লাই ওখাড়া এলাকায় বিদ্যুত লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সে বিদ্যুতের খুঁটি থেকে নিচে পুকুরে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৎস্যচাষীদের সনদপত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৪ জুন ॥ শিবালয় উপজেলার তাড়াইল গ্রামে অনুষ্ঠিত মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণে অংশ নেয়া মোট ৩০ যুবককে সনদপত্র প্রদান করা হয়। সামাজিক সংগঠন হাসির উদ্যোগে এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে জেলা যুব উন্নয়ন অধিদফতর। যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার শামছুন্নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, হাসির নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটন, আঞ্চলিক কার্যালয়ের পরিচালক শাহীদুজ্জামান শাহীন, অর্গানাইজার জাহিদুল হক চন্দন, সোহেল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা তারেককে আর্থিক সহায়তা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ জুন ॥ সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল আরেফীন তারেক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা অনুদান পেয়েছেন। বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে ওই অনুদানের চেক তার হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনে জীবনবাজি রেখেছিলেন। যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন। সেই মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দৃষ্টি রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক জেলা কমান্ডার নাজমুল আরেফীন তারেক বলেন, এটি শুধু আর্থিক সহযোগিতা নয়, এটি একজন মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন। উল্লেখ্য, নাজমুল আরেফিন তারেক উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে এই আর্থিক সহায়তা পান।
×