ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাল পে-অর্ডার জমা দিয়ে বালু মহল ইজারা ॥ আটক ১

প্রকাশিত: ০৬:৫১, ১৫ জুন ২০১৭

জাল পে-অর্ডার জমা দিয়ে বালু মহল ইজারা ॥ আটক ১

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৪ জুন ॥ নয়টি বালু মহল প্রতারণা করে ইজারা নেয়ার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে কথিত ইজারাদার নয়ন মৃধা আটক হয়েছে। বুধবার দুপুর একটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল ১৬টি বালু মহলের ইজারার দরপত্র আহ্বান করা হয়। এ সময় আবুল বাসার নয়ন ৯টি বালু মহলের বিপরিতে সর্বোচ্চ দরপত্র দাখিল করেন। দরপত্রের সঙ্গে ৯ লাখ ৬৫ হাজার টাকার অগ্রণী ব্যাংকের জাল পে-অর্ডার তিনি জমা দেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে আবুল বাসারকে নির্ধারিত ২৫ লাখ টাকা জমা দেয়ার জন্য নোটিস দেয়া হয়। তিনি নোটিসের জবাব না দিয়ে শহিদুল ইসলাম পলাশের কাছে ৯টি বালু মহল সাব-লিজ দিয়ে দেন। শহিদুল ইসলাম পলাশ বালু উত্তোলনকারীদের কাছ থেকে প্রতি ঘনফুট দু’ টাকা হারে এ পর্যন্ত পাঁচ লক্ষাধিক টাকা আদায় করেন। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটিকালেক্টর সাজেদুল ইসলাম, আবুল বাসার নয়নের উপস্থিতিতে তার দাখিল করা কাগজপত্র ও পে-অর্ডার অনুসন্ধান করে দেখতে পান তার নামে কোন সিডিউল বিক্রয় হয়নি। তার জমা দেয়া অগ্রণী ব্যাংকের ৯ লাখ ৬৫ হাজার টাকার পে-অর্ডার জাল। এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটিকালেক্টর সাজেদুল ইসলাম জানান, নয়ন মৃধার কাগজপত্র জাল প্রমাণিত হওয়ায় প্রতারক নয়ন মৃধাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাউথ ইস্ট ভার্সিটিতে রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম। রবীন্দ্র-নজরুল স্মরণে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম শমশের আলী। তিনি বাংলা সাহিত্যের দুই মহীরূহ রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন। প্রধান অতিথি ছিলেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এবং নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। -বিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন। গেস্ট অব অনার হিসেবে ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের চেয়ারম্যান আনসার আলী। -বিজ্ঞপ্তি
×