ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে সেনাসদস্য শাহীনের বাড়িতে থামছে না কান্না

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুন ২০১৭

আদমদীঘিতে সেনাসদস্য শাহীনের বাড়িতে থামছে না কান্না

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৪ জুন ॥ রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে ফের পাহাড় ধসে নিহত বগুড়ার আদমদীঘির সেনা সদস্য শাহীন আলম ওরফে চঞ্চলের (৩২) বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার সন্ধ্যায় একমাত্র ছেলে শাহীনের মৃত্যুর খবর পাওয়ার পর মা-বাবা বোনসহ পরিবারে শুরু হয় শোকের মাতম। জানা গেছে, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের মোঃ সরোয়ার্দী হোসেনের একমাত্র ছেলে শাহীন আলম ওরফে চঞ্চল ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ২০১২ সালে চমন বেগম নামের এক পুলিশ সদস্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আবু তাহা নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত সেনা সদস্য শাহীনের স্ত্রী বর্তমানে ময়মনসিংহে র‌্যাবে কর্মরত রয়েছেন। নিহতের বাবা সরোয়ার্দী জানায়, তিনি মঙ্গলবার সকালে তার ছেলের সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা হয়। সন্ধ্যার দিকে মোবাইল ফোনে জানতে পারেন রাঙ্গামাটির মানিকছড়িতে তার ছেলে পাহাড় ধসে নিহত হয়েছে। বগুড়া সেনানিবাস থেকে নিশ্চিত খবর জানার পর থেকেই শুরু হয় শোকের মাতম। তার মা সেলিনা বেগম তার একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে হয়ে গেছে পাগল প্রায়। স্ত্রী চমন বেগমও শোকে কাতর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মডেল কলেজ প্রতিষ্ঠা হচ্ছে ॥ ভিসি বুধবার সিনেট হলে সিইডিপি প্রকল্পের আওতায় ৪টি বিষয়ে কলেজ শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান ¯œাতকোত্তর কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সফলভাবে প্রশিক্ষণকার্য সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন ও তাদের হাতে সনদ তুলে দিয়ে উপাচার্য তার বক্তব্যে বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে ব্যাপকভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি আঞ্চলিক ভিত্তিতে কিছুসংখ্যক কলেজকে মডেল কলেজে উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, মার্কেটিং ও রসায়ন বিষয়ে সর্বমোট ১১৩ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ বিশেষ অতিথি হিসেবে এবং কোর্স উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ কবির, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সামীর কুমার শীল ও রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আবু বিন হাসান সুসান প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×